সাম্প্রদায়িক সম্প্রীতিতে দেশকে পথ দেখায় বাংলা

নানুর বিধানসভার চারকোল গ্রামে আয়োজিত কর্মিসম্মেলনে বললেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ।

Must read

সংবাদদাতা, নানুর : ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বাংলা সাম্প্রদায়িক সম্প্রীতির পথ দেখাতে পারে গোটা দেশকে। মন্দিরে পুজো, মসজিদে আজানের মধ্যে দিয়ে গড়ে ওঠে দেশের ঐক্য। একাধারে কুরবানি, ইদ হয়, আবার দুর্গাপুজোও হয় মমতার বাংলায়। কিন্তু বিজেপি অপপ্রচার করেছে, বাংলায় নাকি দুর্গাপুজো হয় না। আর এই দুর্গাপুজার জন্য বাংলা পেল ইউনেস্কো সম্মান। মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই আজ বাংলার সম্প্রীতি।’’

আরও পড়ুন-রেড রোডে দুর্ঘটনা

নানুর বিধানসভার চারকোল গ্রামে আয়োজিত কর্মিসম্মেলনে বললেন রাজ্যের ক্ষুদ্র-মাঝারি ও বস্ত্র দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। চন্দ্রনাথ ছাড়াও ছিলেন বোলপুর লোকসভার সাংসদ অসিত মাল, নানুরের বিধায়ক বিধান মাঝি, বীরভূম জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ করিম খান, চারকোল গ্রামের তৃণমূলের পর্যবেক্ষক কাজল শেখ প্রমুখ। আজ সভার শুরুতেই কাজল শেখের গলায় শহিদ পরিবারের আত্মত্যাগের কথা উঠে আসে। বলেন, ‘‘যাঁদের রক্তের বিনিময়ে আজ তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, তাঁদের ভুললে চলবে না।’’

আরও পড়ুন-পেশায় পুরোহিত, বানালেন খেলনা ট্রেন

সুচপুরের শহিদ পরিবারদের অন্যতম স্থান দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মন্ত্রী চন্দ্রনাথ বলেন, ‘‘অতীতকে ভুলে গেলে চলবে না। তাই যাঁরা দলের জন্য প্রাণ দিয়েছেন, তাঁদের কথা ভুললে হবে না।’’ এদিন এই সম্মেলনে বেশ কিছু শহিদ পরিবার হাজির হন। প্রায় হাজার জন বিজেপি কর্মী-সমর্থক তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন চন্দ্রনাথ।

Latest article