সন্ত্রাসবাদীদের বোমায় প্রাণ হারালেন বাংলার জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Must read

কাশ্মীরের রাজৌরি সেক্টরের কান্দি জঙ্গলে জঙ্গি দমন অভিযান চলাকালীন জঙ্গিদের সূরা বোমা বিস্ফোরণে প্রাণ হারান সিদ্ধান্ত ছেত্রী (Siddhant chettri)। মৃত্যু হয় ৫ জওয়ানের। সিদ্ধান্ত দার্জিলিংয়ের (Darjeeling) বিজনবাড়ির বাসিন্দা ছিলেন। ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার। সিদ্ধান্তের মৃত্যুতে শোকপ্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

ট্যুইটারে মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, “আমাদের দেশপ্রেমিক জওয়ানরা সন্ত্রাসীদের খতম করতে গিয়ে তাঁদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ কখনোই ভোলা যাবে না। আমি সিদ্ধান্ত ছেত্রীর শোকসন্তপ্ত পরিবার এবং অন্যান্য দেশপ্রেমিকদের জন্য আমার আন্তরিক সমবেদনা জানাই যারা গতকাল প্রাণ হারিয়েছেন।”

সদ্য বিয়ে করেছিলেন দার্জিলিংয়ের বিজনবাড়ির বাসিন্দা সিদ্ধান্ত ছেত্রী (Siddhant chettri)। ২০১৯ সালে ভারতীয় সেনার প্যারাকমান্ডোতে যোগ দিয়েছিলেন তিনি। দু বছরের মধ্যেই প্যারা এস এফে নিযুক্ত করা হয় তাঁকে। মাত্র দু মাসের জন্য বাড়ি এসেছিলেন। বিয়ের পর ১৪ এপ্রিল ফের কাজে যোগ দেন। কথা দিয়ে গেছিলেন ফিরবেন নববধূর কাছে। কিন্তু আর ফেরা হলো না। শুক্রবার সকালে কাশ্মীরে জঙ্গিদের ছোড়া বোমায় প্রাণ হারালেন তিনি। কয়েক মাস আগেই সেনা জওয়ানের বিয়েতে মেতেছিল বিজনবাড়ির কিজন বস্তি। আজ এলাকা জুড়ে শোকের ছায়া। হাতের মেহেন্দির রং ফিকে হওয়ার আগেই সিঁদুর মুছলেন নববধূ। সেনার তরফে নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবার পাশাপাশি জঙ্গি দমনে ফের অভিযান চালানো হবে বলে নিশ্চিত করা হয়েছে।

Latest article