বাংলার সামনে ঝাড়খণ্ড, ৪ জুন থেকে বেঙ্গালুরুতে রঞ্জি নক-আউট

কলকাতা নয়, রঞ্জি ট্রফির নক-আউট পর্বের ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ৪ থেকে ৮ জুন কোয়ার্টার ফাইনালের খেলা।

Must read

প্রতিবেদন : কলকাতা নয়, রঞ্জি ট্রফির নক-আউট পর্বের ম্যাচ হবে বেঙ্গালুরুতে। ৪ থেকে ৮ জুন কোয়ার্টার ফাইনালের খেলা। ১২ থেকে ১৬ জুন অনুষ্ঠিত হবে রঞ্জি সেমিফাইনাল। ২০ থেকে ২৪ জুন অনুষ্ঠিত হবে ফাইনাল।
অংশগ্রহণকারী দলগুলোকে চিঠি দিয়ে রঞ্জির নক-আউট পর্বের সূচি ও টুর্নামেন্টের নির্দেশিকা পাঠিয়ে দিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। এলিট গ্রুপে সব থেকে বেশি পয়েন্ট পাওয়া বাংলা কোয়ার্টার ফাইনালে খেলবে ঝাড়খণ্ডের বিরুদ্ধে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে মুম্বইয়ের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। কর্নাটক খেলবে উত্তর প্রদেশের বিরুদ্ধে এবং পাঞ্জাবের সামনে মধ্যপ্রদেশ।

আরও পড়ুন-কেন্দ্রের জন্যই দুর্দশা

দেশে কোভিড সংক্রমণ কমায় রঞ্জি নক-আউটে বায়ো-বাবলে শিথিলতা থাকছে। তবে কোয়ারেন্টিন থাকছে না। ফলে ক্রিকেটাররা একসঙ্গে হোটেলের রুমে থাকতে পারবেন। করোনাকালে বোর্ডের টুর্নামেন্টে রুম শেয়ার করার সুযোগ পাননি খেলোয়াড়রা।
বাংলার সহকারী কোচ সৌরাশিস লাহিড়ী বলেন, ‘‘অনেক আগে থেকে আমরা নক-আউট পর্বের সূচি জেনে যাওয়ায় সুবিধা হবে। আইপিএল চলছে, সিএবি লিগ চলছে। ফলে সবাই খেলার মধ্যে আছে। স্থানীয়দের নিয়ে আপাতত ফিটনেস ট্রেনিং চলছে। মে মাসের পরিকল্পনা পরে ঠিক হবে। বেশ কিছু প্রস্তুতি ম্যাচ খেলতে পারি আমরা।’’

Latest article