ক্ষমতায় আসার পর থেকেই নারী ক্ষমতায়নে জোর দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মহিলাদের উন্নয়নে নানা প্রকল্প চালু হয়েছে তাঁর আমলে। বুধবার, দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধনী মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী দাবি করেন, মহিলাদের স্বনির্ভর হওয়ার নিরিখে বিশ্বের মধ্যে শীর্ষে বাংলা।
পাহাড় সফরে সোমবার থেকে দার্জিলিঙে রয়েছেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার রিচমন্ড হিলে GTA, দার্জিলিং ও কালিম্পং জেলা প্রশাসন এবং বিভিন্ন উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠক করেন। বুধবার, সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানে বাংলা স্বনির্ভর গোষ্ঠীর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, “আমাদের রাজ্যে এখন স্বনির্ভর গোষ্ঠীর সংখ্যা ১২ লাখ, অন্য কোনও রাজ্যে নেই। মহিলাদের স্বনির্ভর করার ক্ষেত্রে আমাদের এই প্রকল্প সারা বিশ্বে এক নম্বরে।”
আরও পড়ুন- ২ তুষার চিতা ও ৪ রেড পান্ডার নামকরণ মুখ্যমন্ত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বাংলায় স্বনির্ভর গোষ্ঠীর জন্য ১ লাখ ১০ হাজার কোটি টাকারও বেশি ব্যাঙ্ক ঋণের ব্যবস্থা করেছে সরকার। ইতিমধ্যে জিটিএ এলাকায় ১১ হাজার স্বনির্ভর গোষ্ঠী তৈরি করা হয়েছে। ৫০০ কোটি টাকা ঋণের ব্যবস্থা করা হয়েছে।
মুখ্যমন্ত্রীর কথায়, মহিলারা শুধু বাড়িতে রান্না করবে না, তাঁরা হস্তশিল্পের কাজ করেন। নিজেদের স্বনির্ভরও করতে সক্ষম তাঁরা। সেজন্যই এই স্বনির্ভর গোষ্ঠী গঠন।
এদিন দুপুরে দার্জিলিঙে সরস মেলার উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন ও বিভিন্ন সরকারি পরিষেবা প্রদান করেন তিনি। মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস, জিটিএ প্রধান অনিত থাপা, শিলিগুড়ির মেয়র গৌতম দেবরা উপস্থিত ছিলেন। টানা ১০ দিন ধরে চলবে এই মেলা।