শুরু হল বেঙ্গল ট্যুরিজম ফেস্ট

এছাড়াও ছিলেন বিহারের টুরিস্ট অফিসার সুনীল কুমার সিং এবং ঝাড়খণ্ডের ট্যুরিজম বিভাগের ডেপুটি ডিরেক্টর জিতেন্দ্র বাহাদুর সিং।

Must read

প্রতিবেদন: বাংলায় স্বনির্ভর গোষ্ঠী এবং পর্যটন শিল্পে আয় বাড়ানোয় বারবার অনুপ্রাণিত করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রত্যেকবারের মতো এবারেও ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে আয়োজন করা হল পর্যটন মেলার। এবছর অষ্টম বর্ষে পড়ল এই মেলা। চলবে ১৯ জুন পর্যন্ত। পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন সহ এদিন উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার গৌতম সরকার, সত্যজিৎ চট্টোপাধ্যায়।

আরও পড়ুন-জিতেই কাজে নেমে পড়লেন রচনা

এছাড়াও ছিলেন বিহারের টুরিস্ট অফিসার সুনীল কুমার সিং এবং ঝাড়খণ্ডের ট্যুরিজম বিভাগের ডেপুটি ডিরেক্টর জিতেন্দ্র বাহাদুর সিং। এই মেলায় উপস্থিত রয়েছেন ১১৫ টি ছোট বড় ট্যুর অপারেটররা। তিনদিনের জন্য হওয়া এই মেলায় জানা-অজানা সমস্ত খরচাপাতির হাল হকিকত জানা যাবে। করোনার কারণে পর্যটন ব্যবসায় প্রভূত ক্ষতি হয়েছে। সেই ঘাটতি অনেকটাই মিটিয়ে নিতে বদ্ধপরিকর পর্যটন ব্যবসায়ীরা। চলতি বছরের বেঙ্গল ট্যুরিজম ফেস্ট বা বিটিএফে মোট তিনটি রাজ্য সরকারি পর্যটন সংস্থা অংশ নিয়েছে। এদের মধ্যে রয়েছে বিহার, ঝাড়খন্ড ও পশ্চিমবঙ্গ। এই ধরনের পর্যটন মেলা অনেকটাই সুবিধা করে দেবে ভ্রমণ পিপাসু বাঙালিদের বলেই মনে করছেন উদ্যোক্তারা।

Latest article