এগিয়ে উত্তরপ্রদেশ, ইডেনে লড়ছে বাংলা

Must read

প্রতিবেদন : ইডেন গার্ডেন্সে উত্তরপ্রদেশের বিরুদ্ধে রঞ্জি ট্রফির প্রথম ম্যাচে চাপে বাংলা (Bengal vs Uttar Pradesh)। প্রথম ইনিংসে উত্তরপ্রদেশের ১৯৮ রানের জবাবে বুধবার খেলার দ্বিতীয় দিন বাংলার প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১৬৯ রানে। ২৯ রানের লিড পায় করণ শর্মার দল। এর পর উত্তরপ্রদেশের (Bengal vs Uttar Pradesh) দ্বিতীয় ইনিংসে শুরুতেই ধাক্কা দেন বাংলার বোলাররা।
ঈশান পোড়েল (২ উইকেট), আকাশদীপ সিং (১) এবং সায়নশেখর মণ্ডল (১ উইকেট) দ্রুত তুলে নেন বিপক্ষের ৪ উইকেট। কিন্তু সেখান থেকে উত্তরপ্রদেশকে লড়াইয়ে রেখেছেন দুই ব্যাটার রিঙ্কু সিং এবং আকাশদীপ নাথ। দু’জনের অবিচ্ছিন্ন পঞ্চম উইকেট জুটিতে উঠেছে ৮২ রান। কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু ৪৪ রানে অপরাজিত। আকাশদীপ ৪৭ রানে ক্রিজে। দিনের শেষে ৪ উইকেটে ১২২ রান উত্তরপ্রদেশের। এগিয়ে ১৫১ রানে।
এর আগে প্রথম দিনের ৪ উইকেটে ২৯ রান নিয়ে খেলা শুরু করে বাংলা। নিয়মিত ব্যবধানে উইকেট হারায় বঙ্গ ব্রিগেড। প্রীতম চক্রবর্তী (১২), সায়নশেখর মণ্ডল (২১) দ্রুত আউট হয়ে ফেরেন। ৫৫ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে যায় বাংলা। কিন্তু অভিষেক পোড়েল (৩৩), অধিনায়ক মনোজ তিওয়ারি (২৩), শাহবাজ আহমেদ (২১) লড়াই করে দলের রান বাড়াতে সাহায্য করেন। তিনজন ফেরার পর বাংলাকে দেড়শো রানের গণ্ডি টপকাতে সাহায্য করেন আকাশদীপ সিং। ডান হাতি পেসার ৪১ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হন।

আরও পড়ুন-সৌদি-হারের পর সব ম্যাচই ছিল ফাইনাল

Latest article