প্রতিবেদন : ফের বাংলা-বিরোধী বিজেপি সরকার বদলের হুঁশিয়ারি অভিষেকের। নদিয়ার চাপড়ার সভা থেকে প্রধানমন্ত্রী মোদিকে কড়ায়-গণ্ডায় জবাব দিয়েছিলেন অভিষেক। বলেছিলেন বাংলায় পরিবর্তন হবে না, পাল্টাবেন প্রধানমন্ত্রী। এবার সোশ্যাল মিডিয়ায় অভিষেক বোমা ফাটালেন। সাফ জানালেন— মেয়ের কাছেই থাকবে বাংলা/পারলে বিজেপি দিল্লি সামলা।
আরও পড়ুন-বারাসতের ব়্যাম্পেও ৫ ভূত! এবার ‘ছানিশ্রী’ প্রকল্প চান অভিষেক
সিঙ্গুরে সভা করে যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মোদিকে চ্যালেঞ্জ জানিয়ে অভিষেক লেখেন, বিজেপি চিৎকার করছে ‘পাল্টানো দরকার, তাই বিজেপি সরকার’। ওরা বাংলার মানুষকে বদলে ফেলতে চায়। কিন্তু বিজেপি বাংলার মানুষকে হেনস্থা করে তাঁদের সামনে যেভাবে ঝোঁকাতে চাইছে তাতে বাংলার মানুষ নত হবে না, ভেঙে পড়বে না, পাল্টাবেও না। ২০২৬-এর পর ১০ কোটি বাংলার মানুষ ধুলোয় মিশিয়ে দেবে মোদির গর্ব এবং বাংলার মানুষের হার না মানা মানসিকতার কাছে পরাজিত হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দেবেন।

