সংবাদদাতা, হাওড়া: বাংলায় কথা বললেই বিজেপি-শাসিত রাজ্যে জেলে ভরে দেওয়া হচ্ছে অকারনে। বিজেপি-শাসিত রাজ্যগুলিতে বাঙালিদের উপরে অকথ্য অত্যাচার চালাচ্ছে সেখানকার জেলা প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে, তাঁর দেখানো পথে প্রতিবাদে শামিল হলেন বালির মানুষ। শনিবার বিকেলে যুবনেতা কৈলাস মিশ্রের নেতৃত্বে বালির তৃণমূল কর্মীরা মহামিছিল করলেন।
আরও পড়ুন-ফের বঙ্গােপসাগরে নিম্নচাপ, বুধবার থেকেই বাড়বে বৃষ্টি
বালিখাল থেকে শুরু হয়ে বাদামতলা পেট্রোল পাম্পের কাছে এসে শেষ হয় বিশাল ওই মিছিল। মিছিলে ছিলেন বালি কেন্দ্র তৃণমূলের সভাপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, হাওড়া সদর তৃণমূলের নেতা ভাস্কর গোপাল চট্টোপাধ্যায়, বালি কেন্দ্র যুব তৃণমূলের সভাপতি সুরজিৎ চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর রিয়াজ আহমেদ, তফজিল আহমেদ, সুবীর রাউত সহ দলের আরও অনেকে। কৈলাস মিশ্র বলেন, বিজেপির এই চক্রান্তের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে শুরু হওয়া প্রতিবাদ-আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে সাড়া দেশে। তাঁকে আটকাতে পারবে না বিজেপি। ওদের এই ষড়যন্ত্রের জবাব দেবেন মানুষ। উপচে পড়া এই মহামিছিল থেকে একুশে জুলাইয়ের সমাবেশেরও প্রচার চালান তৃণমূল নেতৃত্ব।