বঙ্গ

বিজেপির ভাষাসন্ত্রাস জবাব দেবে বাংলা

প্রতিবেদন : বিজেপির রাজ্যে রাজ্যে ভাষাসন্ত্রাস চরম আকার নিয়েছে। এখনও বাংলায় (Bengali Language) কথা বললেই নির্যাতনের শিকার হয়ে চলেছেন শ্রমিকেরা। প্রতিবাদে বাংলায় ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে তৃণমূলের কিষাণ-খেতমজদুর সংগঠনের উদ্যোগে ভাষা আন্দোলনের মঞ্চ থেকে প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল। এদিন সংগঠনের সভাপতি পূর্ণেন্দু বসু ছাড়াও ধরনা-কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার, সাংসদ দোলা সেন, মেয়র পারিষদ সদস্য বৈশ্বানর চট্টোপাধ্যায় প্রমুখ। এছাড়াও ছিলেন সংগঠনের জেলা নেতৃত্বও। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক জগতের বহু বিশিষ্ট ব্যক্তিত্ব।

আরও পড়ুন- ভোলানাথ সেনের উদ্যোগে রক্তদান শিবির

সংগঠনের সভাপতি প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, বিজেপির রাজ্যে বাংলাভাষার উপর সন্ত্রাস চলছে। বাংলাবিদ্বেষী (Bengali Language) বিজেপি বাংলায় গোহারা হয়ে বাংলার বিরুদ্ধে ষড়যন্ত্র রচনা করেছে। বাংলার প্রতি বিদ্বেষ ছড়াচ্ছে। বাংলায় কথা বললেই থানায় আটকে মারধর করা হচ্ছে, এমনকী পুশব্যাকও করা হচ্ছে শ্রমিকদের। চোখ বেঁধে সমুদ্রে ফেলে দেওয়া হচ্ছে। এভাবে বাংলাকে যাঁরা অবজ্ঞা করছেন, বাংলা ভাষাকে যাঁরা অবজ্ঞা করছেন, তাঁরা জানেন না বাংলার শক্তি। বাংলাকে অপমান করতে যদি আর এক পা আপনারা এগোন, তার ফল হবে ভয়াবহ। সেই ফল পাওয়ার জন্য তৈরি থাকুন। শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, বিজেপির ভাষাসন্ত্রাসের নেপথ্যে ছিল আরও বড় ষড়যন্ত্র। বিজেপি চাইছে তাঁদের রাজ্যে বাঙালি শ্রমিককে নিগ্রহের পাল্টা বাংলাও ভিনরাজ্যের শ্রমিকদের উপর অত্যাচার করুক। তাহলে তারা রাজ্যে ৩৫৬ ধারা জারি করতে পারবে। বাংলাতে হেরে ঘুরপথে ক্ষমতা দখল করাই বিজেপির উদ্দেশ্য ছিল। কিন্তু বাংলা অত্যাচার করতে শেখায় না, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে ভিনরাজ্যের শ্রমিকরা আনন্দে রয়েছে। সংগঠনের পক্ষে বর্ণালী মুখোপাধ্যায় বলেন, যাঁরা শ্রম দিচ্ছেন তাঁরাই জাতির মেরুদণ্ড। তাঁদের উপর অত্যাচার নেমে এসেছে। ভোট চোর বিজেপি সরকার সেই অত্যাচার চালাচ্ছে। ৩১ অগাস্ট শ্রমজীবী মানুষের রক্ত বয়েছিল। বাংলার উপর আক্রমণ নেমে এলে আবার রক্ত ঝরবে। বাংলা ছেড়ে কথা বলবে না। কড়ায়-গণ্ডায় জবাব দেবে।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

32 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

41 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago