কেন্দ্রের বঞ্চনার জবাব দেবে বাংলা, আজ ধরনায় উঃ ২৪ পরগনা

আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে উঠল ঐক্যবদ্ধ হওয়ার ডাক।

Must read

প্রতিবেদন : আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে তৃণমূল কংগ্রেসের ধরনা মঞ্চে উঠল ঐক্যবদ্ধ হওয়ার ডাক। ​মানুষকে ঐক্যবদ্ধ করেই কেন্দ্রের বঞ্চনার জবাব দিতে হবে৷ শুক্রবার রেড রোডে সাংসদ শুভাশিস চক্রবর্তীর নেতৃত্বে বাংলার খেটে খাওয়া মানুষের প্রতি কেন্দ্রের বঞ্চনার বিরুদ্ধে ধরনা কর্মসূচি পালন করল দক্ষিণ ২৪ পরগনা জেলা নেতৃত্ব। সকাল থেকেই জেলার বিভিন্ন অঞ্চল থেকে জেলা, ব্লক ও পঞ্চায়েত স্তরের তৃণমূল নেতৃত্ব ও কর্মীরা এই ধরনায় শামিল হন।

আরও পড়ুন-ক্যাগের বাংলা–বিরোধী রিপোর্ট খারিজ করলেন মুখ্যসচিব

কেন্দ্রের বিজেপি সরকার যেভাবে বাংলার ২১ লক্ষ মানুষকে দীর্ঘদিন ধরে বঞ্চনা করেছে, তা নিয়ে সরব হয়ে জেলার গরিমা বজায় রেখে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন বিধায়ক-মন্ত্রী ও সাংগঠনিক জেলার নেতৃত্বরা। সাংসদ শুভাশিস চক্রবর্তী বলেন, বাংলার মানুষের সঙ্গে কেন্দ্রের সরকার শুধুই বঞ্চনা করেছে, অবহেলা করেছে। এইভাবে বঞ্চনা-অবহেলা করে আগামী লোকসভা ভোটে জিততে পারবে না বিজেপি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ৪২-এর মধ্যে ৪২ আসন জিতবে। এদিন ধরনা মঞ্চে উপস্থিত ছিলেন দলের তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, বৈশ্বানর চট্টোপাধ্যায়, সাংসদ প্রতিমা মণ্ডল, বিধায়ক অশোক দেব, লাভলি মৈত্র, শ্যামল মণ্ডল, জয়দেব হালদার, নমিতা সাহা, মন্টুরাম পাখিরা, বিশ্বনাথ দাস, ফিরদৌসি বেগম ছাড়াও জয়প্রকাশ মজুমদার, বাবুন বন্দ্যোপাধ্যায় প্রমুখ।

আরও পড়ুন-ঐতিহাসিক বাজেট, পথ দেখাল রাজ্য, মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে আজ থেকে মিছিল শুরু তৃণমূলের

ধরনা কর্মসূচির অষ্টম দিনে ধরনা মঞ্চ গর্জে ওঠে বিজেপির বঞ্চনার বিরুদ্ধে। বাসন্তীর বিধায়ক শ্যামল মিত্র বলেন, একটা মহম্মদ বিন তুঘলক দেশের প্রধানমন্ত্রী হয়েছে। স্বৈরাচারী প্রধানমন্ত্রী, পৃথিবীর ইতিহাসে এমন প্রধানমন্ত্রী আগে দেখা যায়নি। যা ইচ্ছে তাই করছে, সংসদে আইন পাশ করে একটি নির্দিষ্ট সম্প্রদায়কে রাষ্ট্রহীন করার চক্রান্ত করছে। বিধায়ক লাভলি মৈত্র বলেন, বিজেপি ১০০ শতাংশ নারীসুরক্ষার কথা বলে। ভুলে যায় হাথরস, উন্নাও, মণিপুরের ঘটনা। বিজেপিশাসিত রাজ্যে বারবার ভূলুণ্ঠিত হয়েছে নারীর সম্মান। তাই নারীসুরক্ষার কথা ওঁদের মুখে মানায় না। বিজেপি মন্ত্রীর ছেলে দামি চার চাকায় পিষে মারে কৃষককে। ঈশ্বরও ক্ষমা করবে না ওঁদের। তৃণমূলের যুব ছাত্রনেত্রী রাজন্যা হালদার বলেন, ওরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভয় পায়। ওরা মনে করে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকলে দিল্লির গদি কেঁপে যাবে। বিকেলের দিকে ধরনা মঞ্চে আসেন মন্ত্রী অরূপ বিশ্বাস ও বিধায়ক নির্মল ঘোষ। রাজ্যের বিদ্যুৎমন্ত্রী বলেন, সমাজের সমস্ত শ্রেণির মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কল্পতরু বাজেট তৈরি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী দিনে এই বাজেট গোটা দেশকে পথ দেখাবে। আজ, শনিবার রেড রোডে ধরনায় বসবে উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল নেতৃত্ব।

Latest article