গুয়াহাটি : রুদ্ধশ্বাস ম্যাচে জয় পেল বাংলা। শুক্রবার মুস্তাক আলি টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে বাংলা ২ রানে হারাল বরোদাকে। গুয়াহাটিতে এদিন প্রথমে ব্যাট করে বাংলা ২০ ওভারে তুলেছিল ছয় উইকেটে ১৪৪ রান। জবাবে বরোদা আটকে যায় ১৪৪ রানে। বাংলার হয়ে এদিন ব্যাটে-বলে সাফল্য পেয়েছেন আইপিএলে আরসিবির হয়ে খেলা শাহবাজ আমেদ। ছয়ে ব্যাট করতে নেমে ৩৪ রান করার পর বল হাতেও চাপের মুখে তিনি ২৬ রানে দুই উইকেট নিয়েছেন। শাহবাজ ছাড়া রান পেয়েছেন ওপেনার অভিষেক দাস। তিনি ৩৫ রান করেছেন। ঋত্বিক রায়চৌধুরি করেন ২১ রান। চারে নেমে ঋদ্ধিমান সাহা এদিনও বড় রান পেলেন না। তিনি ৭ রান করেছেন। বল হাতে উইকেটের মুখ না দেখলেও বরোদার ইনিংসে সর্বোচ্চ রান অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়ার। তিনি ৫৭ রানে নট আউট থেকে যান। শাহবাজের দুই উইকেটের পাশাপাশি একটি করে উইকেট নিয়েছেন ঋত্বিক চট্টোপাধ্যায়, আকাশদীপ ও করণ লাল। ম্যাচের পর শাহবাজ বলেছেন, ‘‘ট্রিকি উইকেট ছিল এটা। বল ঘুরেছে। উল্টো-পাল্টা আচরণও করেছে। আমরা জানতাম এই উইকেটে ১৪৬ রান ভাল স্কোর। আমি বল করার সময় উইকেট থেকে সাহায্য পেয়েছি। তবে উল্টোদিক থেকে ঋত্বিক রান আটকে দিয়ে চাপ সৃষ্টি করেছিল।” এই নিয়ে টানা দুটি ম্যাচ জিতল বাংলা। প্রথম ম্যাচে তারা হারিয়েছিল ছত্তিশগড়কে।
আরও পড়ুন-আফগানদের বিরুদ্ধে টেস্ট ম্যাচ স্থগিত