প্রতিবেদন: বিদেশে জালিয়াতির দায়ে গ্রেফতার প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ মোনা ঘোষ। আমেরিকান কংগ্রেস অব অবস্টেট্রিক্স অ্যান্ড গাইনোকলোজিস্ট-এর সদস্য এই বাঙালি ডাক্তার শিকাগোর চিকিৎসা মহলে বেশ জনপ্রিয় বলে খবর। একান্ন বছরের অভিযুক্ত মহিলা চিকিৎসক ‘প্রগ্রেসিভ উইমেন’স হেলথ কেয়ার নামে একটি স্বাস্থ্যকেন্দ্র চালান। দীর্ঘদিন ধরেই রোগীদের বিলে তিনি কারচুপি করছিলেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন-গেস্ট হাউসে প্রেমিকাকে লক্ষ্য করে গুলি, আত্মঘাতী যুবক
সূত্রের খবর, আমেরিকার জাতীয় স্বাস্থ্যবিমা থেকে প্রায় ২৪ লক্ষ ডলার তুলেছেন তিনি। আদালতে পেশ করা নথি অনুযায়ী, মোনা এবং তাঁর কর্মচারীরা মেডিকেড, ট্রাইকেয়ার এবং অন্যান্য বিমা সংস্থার কাছ থেকে প্রতারণা করে বেশি অর্থের বিল জমা দিয়ে সেই অর্থ দাবি করতেন বলে অভিযোগ। মূলত ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত এই জালিয়াতি হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ। জেরার মুখে মোনা নিজেই সব অপরাধ স্বীকার করেছেন। এফবিআইয়ের দাবি, প্রাথমিক ভাবে মোনা ঘোষের বিরুদ্ধে অন্তত ১৩টি এই ধরনের জালিয়াতির অভিযোগ রয়েছে। রোগ সম্পর্কে অকারণ জটিলতা তৈরি করে বিমা সংস্থাগুলির কাছে রিপোর্ট পেশ করা হত। আগামী ২২ অক্টোবর অভিযুক্ত বাঙালি মহিলা চিকিৎসকের শুনানি শুরু হবে।