মুম্বইয়ে ৪০ ঘণ্টা আটক বাংলার মহিলা শ্রমিককে উদ্ধার রাজ্যের

বিজেপির রাজ্যে বাংলা বলায় অত্যাচার মাত্রা ছাড়াচ্ছে। এবার বাংলা বলায় হরিয়ানায় ৪০ ঘণ্টা আটকে রাখা হল বজবজের এক মহিলাকে!

Must read

প্রতিবেদন : হরিয়ানার পর মুম্বই। বিজেপির রাজ্যে বাংলা বলায় অত্যাচার মাত্রা ছাড়াচ্ছে। এবার বাংলা বলায় হরিয়ানায় ৪০ ঘণ্টা আটকে রাখা হল বজবজের এক মহিলাকে! নাম সোমা বিবি। অত্যাচারের কথা ভিডিও বার্তায় জানিয়েছেন তিনি। জানতে পেরেই দ্রুত ব্যবস্থা নিয়েছে রাজ্য। তড়িঘড়ি সমস্ত কাগজপত্র পাঠিয়ে তাঁকে মুক্ত করা হয়। সোমাকে ফেরানোর ব্যবস্থা করছে প্রশাসন।

আরও পড়ুন-ছাব্বিশে বাংলা বাঙালির লড়াই বললেন সায়নী

গোটা ঘটনায় আতঙ্কিত সোমার পরিবার। প্রসঙ্গত, দক্ষিণ ২৪ পরগনার বজবজ ১ নম্বর ব্লকের উত্তর রায়পুর পঞ্চায়েত এলাকার বাসিন্দা জাহির জামাদার। কাজের জন্য জাহির, তাঁর স্ত্রী সোমা, তাঁদের দুই ছেলে ও বৌমারা মুম্বইয়ে থাকতেন। তবে গত বছর স্ত্রীদের নিয়ে বজবজের বাড়ি ফিরে আসেন জাহির-সোমার দুই ছেলে। চলতি বছর জানুয়ারিতে বাড়ি চলে আসেন জাহিরও। তবে সোমা মুম্বইয়েই ছিলেন। অন্যদিকে, গুরগাঁওয়ের কারখানায় শ্রমিক হিসাবে কাজ করতেন অনিল বর্মন। তিনি কোচবিহারের জটেশ্বরের বাসিন্দা। গুরুগাঁওয়ে পরিবার নিয়ে থাকতেন। সেখান থেকেই ভিডিও বার্তায় জানিয়েছেন বাংলাভাষী জানলেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। ভয়ে তাঁরা ঘরবন্দি হয়ে রয়েছেন। ভিডিও বার্তায় অনিলের অনুরোধ দ্রুত তাঁর স্থায়ী সার্টিফিকেট পাঠানো হোক। প্রবল আতঙ্কের মধ্যে তাঁরা দিন কাটাচ্ছেন। সব মিলিয়ে বাংলার পরিযায়ী শ্রমিকদের ওপর বিজেপি শাসিত রাজ্যগুলিতে আতঙ্ক এবং অত্যাচারের মাত্রা ক্রমশ বাড়ছে।

Latest article