বিনোদন

টলিউডে বিপ্লব: বদলে গেল প্রাইম টাইম, যুগান্তকারী ঘোষণা অরূপ-ইন্দ্রনীলের

প্রতিবেদন : বাংলা চলচ্চিত্র শিল্পে বিপ্লব (Tollywood)। আরও গুরুত্ব পাবে বাংলা ছবি। আগেই স্পষ্ট বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারই ক্রমপরিণতি হিসেবে মুখ্যমন্ত্রীর নির্দেশে যুগান্তকারী সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বুধবার নন্দনে মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন টলিউডের সব ক্ষেত্রের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসে দুটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। প্রথম সিদ্ধান্ত হল, প্রাইম টাইমের পরিবর্তন হবে। ১২টা থেকে ৯টার পরিবর্তে এখন প্রাইম টাইম ৩টে থেকে ৯টা। দ্বিতীয় সিদ্ধান্ত হল, প্রতিদিন প্রতি স্ক্রিনে বাংলা ছবি বাধ্যতামূলক। অর্থাৎ এই বিধি সিনেমাহল এবং মাল্টিপ্লেক্স— উভয় ক্ষেত্রে চালু হবে।

আরও পড়ুন- কুকথার জের, সিঙ্গুরে গদ্দারকে কালো পতাকা স্থানীয় মানুষের

বুধবার মন্ত্রী অরূপ বিশ্বাস এবং ইন্দ্রনীল সেন শিল্পী, পরিচালক, প্রযোজক, কলাকুশলী, পরিবেশকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকের পরেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেন। অরূপ জানান, ৩টে থেকে ৯টার মধ্যে যেখানে সিঙ্গল স্ক্রিন আছে সেখানে ৩৬৫ দিন একটি করে বাংলা ছবি চালাতে হবে। যে মাল্টিপ্লেক্সে দুটি স্ক্রিন রয়েছে সেখানে দুটি করে ছবি চলবে। অর্থাৎ বছরে ৭৩০টা। যেখানে চারটি স্ক্রিন রয়েছে সেখানে বছরে ১৪৬০টি বাংলা সিনেমা হবে। সরকারের লক্ষ্য হল বাংলা সিনেমা-শিল্পকে আরও উৎসাহিত করা। আরও বেশি বাংলা ছবি তৈরি করা, বাংলা ছবির প্রচার এবং প্রসার বাড়ানো। নতুন প্রযোজক, নতুন ভাবনা, নতুন শিল্পীরা আসছেন। ফলে বাংলা ছবির ভবিষ্যৎ উজ্জ্বল সেকথা অস্বীকার করার কথা নয়। মন্ত্রী বলেন, এখন হিন্দি ছবির চাইতে বাংলা ছবির দর্শক বেশি। কিছু ছবি ব্যাপক প্রচার করে হলে আসে, কিছু বিনা প্রচারে। কিন্তু ব্যবসার দিক থেকে দেখলে দেখা যাবে, প্রচারবিহীন ছবিগুলিও ভাল ব্যবসা করেছে। সরকারের এই নতুন সিদ্ধান্তে বাংলা ছবি আরও উপকৃত হবে। মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেন, এই সিদ্ধান্ত সকলে একসঙ্গে বসে নিয়েছেন। সকলের উপকার হবে। মুখ্যমন্ত্রীর সিদ্ধান্তের কারণে বাংলা সিনেমার নবজাগরণ হল। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বলেন, ভাল ছবি দর্শকদের কাছ পৌঁছে দেওয়ার সকলের দায়িত্ব। এই বৈঠকের পর সকলে মিলে এই দায়িত্ব নিলাম। প্রযোজক শ্রীকান্ত মেহতা বলেন, ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে। এর ফলে বাংলা চলচ্চিত্র শিল্প উৎসাহিত হবে। বহু শিল্পী ও কলাকুশলী কাজের সুযোগ পাবেন, সিনেমাহল তৈরি হবে, আর ইন্ড্রাস্ট্রির পরিধি অনেক বাড়বে যা হবে অকল্পনীয়। দেশের কােনও সরকার এই সিদ্ধান্ত এর আগে নেয়নি। ফেডারেশনের পক্ষে স্বরূপ বিশ্বাস বলেন, বাম আমলে বছরে ১২০টি বাংলা ছবি চলত। এখন সেটা ৩৬৫টি হল। ফলে প্রেক্ষিতটাই বদলে গেল। পরিচালক অরিন্দম শীল বলেন, এই সিদ্ধান্ত বাংলা চলচ্চিত্রকে বিশাল ধাপে এগিয়ে নিয়ে গেল। আমাদের প্রত্যেকের দায়িত্ব বাড়ল। কর্মসংস্থান বাড়ল।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago