চাকরির বিজ্ঞাপনে বাঙালি-বিদ্বেষের, প্রতিবাদ তৃণমূলের

চাকরির বিজ্ঞাপনে বাঙালি-বিদ্বেষ। এমনটাই দেখা গেল একটি বেসরকারি স্টিল উৎপাদন সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞাপনে।

Must read

সংবাদদাতা, কাটোয়া : চাকরির বিজ্ঞাপনে বাঙালি-বিদ্বেষ। এমনটাই দেখা গেল একটি বেসরকারি স্টিল উৎপাদন সংস্থার ওয়েবসাইটে দেওয়া বিজ্ঞাপনে। ওই বিজ্ঞাপনে একজন এগজিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট নেওয়ার কথা বলা হয়েছে। বেতন বছরে তিন লাখের উপর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক। এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু গোল বেঁধেছে প্রার্থীর জাতিগত যোগ্যতা বেঁধে দেওয়ায়।

আরও পড়ুন-ধৃত জঙ্গিরা নাশকতার ছক করেছিল সাধারণতন্ত্র দিবসে

বিজ্ঞাপনে লেখা রয়েছে, এই পদের জন্য আবেদন করতে পারবেন শুধু অবাঙালিরাই। ‘কলকাতায় চাকরি। অথচ অবাঙালি ছাড়া আবেদন করা যাবে না। এটা হয় নাকি? তাছাড়া চাকরির ক্ষেত্রে এই ধরনের জাতিগত বৈষম্য কি কোনও শর্ত হতে পারে?’ এই প্রশ্ন বহু বাঙালি বেকারের। এমন বিজ্ঞাপনে ‘বিদ্বেষের ছায়া’ দেখছেন তৃণমূলের রাজ্য মুখপাত্র তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি দেবু টুডু। এই ধরনের বিজ্ঞাপনের তীব্র প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘এক সুরে গাঁথা, এক তারে বাঁধা, বৈচিত্রের মধ্যে ঐক্যের দেশ ভারতবর্ষ। যে দেশের ঐতিহ্য সম্প্রীতি, সে দেশে চাকরির বিজ্ঞাপনে এই ধরনের শর্ত কিছুতেই শোভা পায় না। বিজ্ঞাপনদাতাদের এ নিয়ে সচেতন হওয়া দরকার ছিল।’ বিজ্ঞাপনটি প্রকাশ হওয়ামাত্র ক্ষোভ ছড়িয়েছে বিভিন্ন মহলে।

Latest article