দিল্লিতে বাঙালি শ্রমিক দম্পতি নিখোঁজ, উদ্বেগে পরিবার

পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় জানালে পুলিশ আশ্বস্ত করলেও এখনও দিল্লি পুলিশের কাছ থেকে আটক মহিলা ও তাঁর স্বামীর খোঁজ পায়নি।

Must read

সংবাদদাতা, নদিয়া : বিজেপি-শাসিত রাজ্যগুলোয় বাংলাভাষী বাঙালিদের উপরে নিপীড়ন চলছেই। ভিন রাজ্যে কাজে গিয়ে পুলিশের হয়রানির শিকার হলেন নদিয়ার শান্তিপুরের শাকিলা বিবি। পুলিশের ভয়ে গা-ঢাকা দিতে বাধ্য হয়েছেন তাঁর স্বামী সাইদুল শেখ। বাড়িতে খবর পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা লালবানু বেওয়া। শান্তিপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইদুল-শাকিলা কাজের খোঁজে দিল্লি গিয়েছিলেন।

আরও পড়ুন-তৃণমূলের প্রশ্নবাণের মুখে গভীর অস্বস্তিতে মোদি-শাহ, অপারেশন সিঁদুর, লোকসভায় সত্য গোপন করলেন প্রধানমন্ত্রী

পরিবারের পক্ষ থেকে শান্তিপুর থানায় জানালে পুলিশ আশ্বস্ত করলেও এখনও দিল্লি পুলিশের কাছ থেকে আটক মহিলা ও তাঁর স্বামীর খোঁজ পায়নি। উৎকণ্ঠায় ভুগছেন ওঁদের পরিবার। মুখ্যমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। গতকালই মুখ্যমন্ত্রী বোলপুরের সভা থেকে ভাষা-আন্দোলনের ডাক দিয়েছেন। তারপরেও এ-রাজ্যের বাঙালিরা বিদ্বেষের শিকার হচ্ছেন। তালিকায় নাম জুড়ল শান্তিপুর পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের শাকিলা, সাহিদুল। পরিবার সূত্রে খবর, ওঁদের পরিচয়পত্র দেওয়া হয়েছে শান্তিপুর থানায়। সেখান থেকে দিল্লি পুলিশের কাছে পৌঁছে গিয়েছে। জেলা তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে বলা হয়েছে, এরই প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করছেন রাজ্য জুড়ে, তাঁরাও জেলায় বৃহত্তর আন্দোলন করবেন।

Latest article