প্রতিবেদন: আমেরিকার স্বাস্থ্যব্যবস্থা ও ওষুধ নিয়ে নতুনভাবে কাজ করার দাবি জানিয়েছিলেন প্রেসিডেন্ট পদে নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার স্বাস্থ্য গবেষণার দায়িত্বভার তিনি তুলে দিলেন এক বাঙালির হাতে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের জয় ভট্টাচার্যকে আমেরিকার ন্যাশানাল ইনস্টিটিউটস অফ হেলথের নির্দেশক পদে নিয়োগ করার ঘোষণা করলেন ট্রাম্প।
আরও পড়ুন-আবাসের কাজ খতিয়ে দেখতে চলছে প্রশাসনের পরিদর্শন
প্রেসিডেন্ট পদে জয়ের পরই নিজের একাধিক লক্ষ্য নিয়ে ভিডিও বার্তা পেশ করেছিলেন ট্রাম্প। সেখানে তিনি উল্লেখ করেছিলেন দেশের চিকিৎসা ও ওষুধ সংক্রান্ত গবেষণায় জোর দেওয়া হবে। বিশেষত, বিদেশ থেকে আমদানি করা ওষুধে লাগাম টানার উপরও জোর দিয়েছিলেন। সেইমতো দেশের স্বাস্থ্য দফতরের একটি অংশ তথা সবথেকে বড় স্বাস্থ্য গবেষণা সংস্থা এনআইএইচ-এর শীর্ষপদে যে পরিবর্তন করে বিশেষ কাউকে আনবেন, তার ইঙ্গিতও পাওয়া গিয়েছিল। আর এই ভূমিকায় ট্রাম্পের পছন্দ বাঙালি বিজ্ঞানী জয়। একদিকে যেমন তিনি এক চিকিৎসক, অন্যদিকে অর্থনীতির ডক্টরেট। করোনা পরিস্থিতিতে আমেরিকায় দীর্ঘমেয়াদি লকডাউন জারির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন জয়। তাঁর গবেষণায় চিকিৎসা বিজ্ঞানের পাশাপাশি অর্থনৈতিক দিকগুলিও গুরুত্ব পেয়েছে। চার বছর আগে করোনা পরিস্থিতির সঙ্গে মোকাবিলায় তাঁর ভূমিকাকে গুরুত্ব দিয়েই এবার জয়কে দেশের সর্বোচ্চ চিকিৎসা গবেষণা সংস্থার শীর্ষে স্থাপন ট্রাম্পের। এই ঘোষণার পরে জয় ভট্টাচার্যের প্রতিক্রিয়া, তিনি অত্যন্ত সম্মানিত। আমেরিকার বৈজ্ঞানিক গবেষণা সংস্থার উন্নতিতে তাঁরা সর্বতোভাবে কাজ করবেন।