শুভ নববর্ষে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা

এই উপলক্ষে সকলকে নববর্ষের (Bengali New Year) ও বাংলা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Must read

আজ পয়লা বৈশাখ। অতীতকে পেছনে ফেলে আরও এক ধাপ এগিয়ে শুরু হয়ে গেল ১৪৩২। এই উপলক্ষে সকলকে নববর্ষের (Bengali New Year) শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নিজের সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে সকলকে নতুন বছরে ভালো থাকার বার্তা দিয়েছেন তিনি। এছাড়াও মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর লেখা গানের ভিডিয়ো পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন সকলকে। তাঁর কথা ও সুরে লেখা এই নতুন গানে কণ্ঠ দিয়েছেন শিল্পী শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। ‘’নববর্ষ’র সেই গানের ভিডিয়ো পোস্ট করেই এবার শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি তাঁর পোস্টে লিখেছেন,’ নতুন বছরের আগমনে প্রসন্নতা এবং প্রফুল্লতায় ভরে উঠুক বাংলা। আমার কথা ও সুরে, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে ‘নববর্ষের গান’। সকলকে জানাই শুভ নববর্ষের শুভনন্দন। শান্তি ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ থাকুক বাংলার প্রতিটি মানুষ। ভালো থাকুন, সুস্থ থাকুন।” পোস্টের শুরুতে আছে গানের লাইন। লেখা রয়েছে,’বৈশাখ মাসে এলো নববর্ষ। নিয়ে এসো নিয়ে এসো নবহর্ষ’।

আরও পড়ুন-ফিনিশার ধোনিতে মাত পন্থরা

অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের এক্স হ্যান্ডেলে রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে লেখেন, ”শুভ নববর্ষ! পয়লা বৈশাখের এই শুভ দিনে বাংলা নববর্ষকে স্বাগত জানাতে, আসুন আমরা ঐক্যবদ্ধ হই – সম্প্রীতিতে এবং ঐক্যের চেতনায় উদ্বুদ্ধ হই। আসুন আমরা সেই সকল অশুভ শক্তিকে প্রতিহত করার শক্তি খুঁজে বের করি যারা ঘৃণা এবং ধর্মীয় মেরুকরণের মাধ্যমে আমাদের বিভক্ত করতে চায়। আমাদের ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি। আগামী বছর সকলের জন্য আনন্দ, সমৃদ্ধি এবং সুস্বাস্থ্য বয়ে আনুক।”

 

Latest article