শুরু হয়েছে ৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (Kolkata International Film Festival)। পশ্চিমবঙ্গ সরকার আয়োজিত এই উৎসবে দেখানো হচ্ছে দেশ-বিদেশের ২১৫টি ছবি। তার মধ্যে ১৮৫টি পূর্ণ দৈর্ঘ্যের ছবি এবং ৩০টি স্বল্প দৈর্ঘ্যের ছবি৷ ১৮টি ভারতীয় ভাষার এবং ৩৯টি বিদেশি ভাষার ছবি জায়গা পেয়েছে। প্রেক্ষাগৃহের সংখ্যা ২০। উৎসাহের সঙ্গে ছবি দেখছেন সিনেপ্রেমীরা। প্রতি বছর আকর্ষণের কেন্দ্রে থাকে ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগটি। দর্শকরা মুখিয়ে থাকেন ছবিগুলোর জন্য। কারণ, এখানে দেখা যায় বিষয় বৈচিত্র্য, মৌলিক চিন্তাভাবনার প্রকাশ। ছবিগুলো জাগায় এবং ভাবায়। এই বছর এই বিভাগে মোট সাতটি ছবি দেখানো হচ্ছে। ছবিগুলো আছে জোর চর্চায়।
নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ীর জীবন অবলম্বনে নির্মিত হয়েছে ‘বড়বাবু’। পরিচালনায় রেশমি মিত্র। ১৩২ মিনিটের ছবিটি ঘিরে আগ্রহ তৈরি হয়েছে। থিয়েটারে শিশিরকুমারের অবদান, তৎকালীন থিয়েটারের ইতিহাসের পাশাপাশি উঠে এসেছে তাঁর জীবনের বর্ণময় দিকগুলো। শিশিরকুমারের চরিত্রে অভিনয় করেছেন সুজন নীল মুখোপাধ্যায়। প্রভাদেবীর চরিত্রে রয়েছেন সুদীপ্তা চক্রবর্তী। কঙ্কাবতীর চরিত্রে পায়েল সরকার। সঙ্গীত পরিচালনায় বিক্রম ঘোষ। কয়েকটি রবীন্দ্রসঙ্গীত আছে। এছাড়াও আছে সেই সময়কার নাটকের গান। ‘বেঙ্গলি প্যানোরামা’ বিভাগে ৭ নভেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে ছটায় এবং ৯ নভেম্বর নজরুল তীর্থ ২-এ সন্ধে ছটায় দেখানো হবে ছবিটি।
জোর চর্চায় সুমন মৈত্র পরিচালিত ‘অ২’। এই বছর পালিত হচ্ছে কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ। ছবিটির মধ্যে দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে তাঁর প্রতি। স্বাধীনভাবে নির্মিত ১১৭ মিনিটের এই ছবির কাহিনি দানা বেঁধেছে অপুকে ঘিরে। সৃষ্টিশীল মন তাঁর। লেখালিখির প্রতি টান। জীবনে রয়েছে অপূর্ণতা। সৃষ্টির মধ্যে মিশিয়ে দেন নিজের জীবন, স্বপ্ন এবং অতৃপ্তি। আছেন দুর্গাও। তিনি এক আধুনিকা নারী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রৌনক ভট্টাচার্য, অঙ্কিতা ব্রহ্ম, মেহুলি সরকার, শ্রেয়সী রায় বন্দ্যোপাধ্যায়, দেবাশিস গঙ্গোপাধ্যায়, অরুণ চট্টোপাধ্যায়। চলচ্চিত্র উৎসবে ১০ নভেম্বর নজরুল তীর্থ ২-এ বিকেল পাঁচটা এবং ১২ নভেম্বর রবীন্দ্রসদনে সন্ধে সাড়ে ছটায় দেখানো হবে ছবিটি।
আরও পড়ুন-বিমানবন্দর থেকে ‘পলাতক’ বাঁদর, তুলকালাম নেটপাড়া
শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের ‘বাঘু মান্নার বরাত’ গল্প অবলম্বনে নির্মিত হয়েছে ‘হালুম’। পরিচালনায় রাজা চন্দ। ১১৪ মিনিটের এই ছবিতে বীরভূমের পল্লিজীবনের সহজ সরল কাহিনি তুলে ধরা হয়েছে। বাঘু মান্নার চরিত্রে অভিনয় করেছেন সত্যম ভট্টাচার্য। ময়নার চরিত্রে পারিজাত চৌধুরী। পিয়ান অভিনয় করেছেন সুবলার চরিত্রে। জ্যোতি উকিলের চরিত্রে দেখা যাবে চন্দন সেনকে। লীলাময়ীর চরিত্রে সুদীপ্তা চক্রবর্তীকে। বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে শান্তিনিকেতনের নিরিবিলি জায়গায়। ছবিটি দেখানো (Kolkata International Film Festival) হবে ৮ নভেম্বর রবীন্দ্রসদনে সন্ধে সাড়ে ছটায় এবং ১৩ নভেম্বর রাধা স্টুডিয়োয় সন্ধে সাড়ে ছটায়।
রুদ্রজিৎ রায় পরিচালিত ‘পিঞ্জর’। ১৩৭ মিনিটের এই ছবির কাহিনি এগিয়েছে ইকবাল, তারক, শেফালি, ঝিমলি, পারমিতাদের কেন্দ্রে রেখে। এঁদের জীবনের নানারকম গল্পই এই ছবির প্রেক্ষাপট। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মল্লিকা বন্দ্যোপাধ্যায় রায়, ঈশান মজুমদার, জয় সেনগুপ্ত, শতাক্ষী নন্দী, তথাগত মুখোপাধ্যায়, সাগ্নিক মুখোপাধ্যায়, স্বস্তিদীপা দাস, সামিউল আলম। একটি বিশেষ চরিত্রে আছেন মমতা শঙ্কর। উৎসবে ছবিটি দেখানো হবে ৮ নভেম্বর নজরুল তীর্থ-২-এ বিকেল পাঁচটায় এবং ১০ নভেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে ছটায়৷
‘গেট আপ কিংশুক’ ছবিটি পরিচালনা করেছেন নন্দন ঘোষ। এটাই তাঁর প্রথম ছবি। ৭৮ মিনিটের এই ছবির কেন্দ্রীয় চরিত্র কিংশুক। মফসসলে তাঁর জন্ম। কলকাতায় চাকরি করেন। যে বাড়িতে থাকেন, তার পাশেই থাকেন একটা মেয়ে। দুজনের মধ্যে প্রেম হয়। রাতে তাড়াতাড়ি ঘুম আসে না কিংশুকের। ফলে উঠতে দেরি হয়। তার জন্য পড়েন নানা সমস্যায়। কিংশুকের চরিত্রে অভিনয় করেছেন শাহির রাজ। অন্যান্য চরিত্রে সন্দীপন তপাদার, অণুতর্ষ মুখোপাধ্যায়, অরূপ কর, কৌশিক মণ্ডল, দীপান্বিতা দাস, ভাগ্যশ্রী রায়চৌধুরী, রাজশ্রী বিশ্বাস, মৌপর্ণা সাহা। উৎসবে ছবিটি দেখানো হবে ৭ নভেম্বর নজরুল তীর্থ ২-এ বিকেল পাঁচটায় এবং ১১ নভেম্বর রবীন্দ্রসদনে সন্ধে সাড়ে ছটায়।
পরিচালক অমিতাভ চট্টোপাধ্যায়ের সাদা-কালো ছবি ‘৮’। একজন স্বাধীন পরিচালক হিসেবে তিনি ৮ বছর ধরে যে-সব অভিজ্ঞতা অর্জন করেছেন, তা-ই উজাড় করেছেন ৭৯ মিনিটের এই ছবিতে। অভিনয়ে সুরাইয়া পরভিন, জগন্নাথ চক্রবর্তী। গল্প, চিত্রনাট্য, সিনেমাটোগ্রাফি, এডিটিং, সাউন্ড রেকর্ডিং— সবই পরিচালকের নিজের। ৮ নভেম্বর রাধা স্টুডিয়োয় বিকেল চারটেয় এবং ১১ নভেম্বর রবীন্দ্র সদনে বিকেল চারটেয় দেখানো হবে ছবিটি।
চন্দ্রাশিস রায় পরিচালিত ‘পড়শি’ একটি জমজমাট থ্রিলার। ছড়িয়ে রয়েছে আলোকালো রহস্যের জাল। কাহিনির কেন্দ্রে এক যুবক। তিনি একজন খুনি সম্বন্ধে জানতে পারেন। ফলে তাঁর মধ্যে মানসিক দ্বন্দ্ব দেখা দেয়। ১০২ মিনিটের এই ছবিতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইন্দ্রাশিস রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী প্রমুখ। উৎসবে বেঙ্গলি প্যানোরামা বিভাগে ৯ নভেম্বর রবীন্দ্র সদনে সন্ধে সাড়ে ছটায় এবং ১২ নভেম্বর রাধা স্টুডিয়োয় সন্ধে সাড়ে ছটায় দেখানো হবে ছবিটি (Kolkata International Film Festival)।

