বাঙালির ফুটবল আর দুর্গাপুজো দুটোই তুলনাহীন, অকপট সৌরভ

Must read

প্রতিবেদন : ক্রিকেটার হিসেবে পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছি। নানা জাতির বিভিন্ন উৎসব দেখেছি, কিন্তু বাংলার দুর্গাপুজোর মতো উৎসব কোথাও দেখিনি। সবদিক থেকেই যা সবথেকে সেরা। বক্তা সৌরভ গঙ্গোপাধ্যায় (Durga Puja- Sourav Ganguly)। দুর্গাপুজোকে ইউনেস্কো ইনট্যানজেবল হেরিটেজের স্বীকৃতি দেওয়ায় মঞ্চে উপস্থিত ইউনেস্কোর দুই প্রতিনিধি টিমোথি কার্টেস ও এরিক ফল্টারকে ধন্যবাদ জানালেন মহারাজ (Durga Puja- Sourav Ganguly)। বললেন, আপনারা যেখান থেকে এসেছেন সেটা ফুটবলের দেশ আর বাংলাও ফুটবলের রাজ্য। কিন্তু একটা কথা বলতে পারি দুর্গাপুজোর সময় পাঁচ-সাতটা দিন এখানে থেকে দেখুন সে-সময় এই কলকাতা শহর এক অন্য রূপে অন্য চেহারায় ধরা দেয়। এই জিনিস পৃথিবীর কোথাও হয় না। আপনারা ক্রিসমাস ও অন্যান্য উৎসব দেখেছেন কিন্তু একটা দুর্গাপুজোকে কেন্দ্র করে কত কী হয় সেটা স্বচক্ষে না দেখলে বোঝা মুশকিল।

আরও পড়ুন:আনন্দ গান গা রে হৃদয়, আনন্দ গান গা রে…

ইউনেস্কোর দুই প্রতিনিধি যাতে বুঝতে পারেন সে-কারণে এদিন ইংরেজিতে বক্তব্য পেশ করেন সৌরভ। কিন্তু কলকাতার গৌরব যা বাঙালির গৌরব— বাংলার গৌরব— আসলে সেই দুর্গাপুজোকে বিশ্বমঞ্চে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সৌরভ।

Latest article