রাজধানীতে মৃত বাংলার শ্রমিক, পাশে দাঁড়ালেন ব্লক সভাপতি

Must read

সংবাদদাতা, মিনাখা : দিল্লিতে (bengali migrant worker) কাজে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গিয়েছে বাংলার পরিযায়ী শ্রমিকের। এই ঘটনায় এবার মৃত শ্রমিকের পাশে দাঁড়ালেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি।
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ থানার অন্তর্গত চৈতল গ্রাম পঞ্চায়েতের মধ্য চৈতল এলাকায়। ওই এলাকার বাসিন্দা মোহন মাইতি (২৩) দীর্ঘদিন দিল্লিতে পরিযায়ী শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। হঠাৎ এক মর্মান্তিক দুর্ঘটনায় অকালে মৃত্যু হয়েছে তাঁর। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে মিনাখাঁ দুই নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তাজউদ্দিন মোল্লা পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রশাসনের সঙ্গে কথা বলে তাঁর দেহ বাড়িতে ফেরানোর ব্যবস্থাও করেন। ব্লক সভাপতি বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী তথা দলনেত্রী সর্বদাই নির্দেশ দিয়েছেন পরিযায়ী শ্রমিকদের পাশে দাঁড়াতে। তিনি পরিযায়ী শ্রমিকদের (bengali migrant worker) জন্য প্রকল্প ও আর্থিক অনুদান দেওয়ারও ব্যবস্থা করেছেন। দলনেত্রীর অনুপ্রেরণায় খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমি পরিযায়ী শ্রমিক পরিবারের সঙ্গে দেখা করি, দেহ আনার জন্য ব্যবস্থা করি। দীর্ঘ পথ পেরিয়ে শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ মরদেহ বাড়িতে এসে পৌঁছয়।

আরও পড়ুন- জঙ্গি দমন অভিযানে কাশ্মীরে দুই বাঙালি জওয়ানের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

Latest article