বাংলার শ্রমিককে কুপিয়ে খুন করা হল অন্ধ্রপ্রদেশে

Must read

প্রতিবেদন : বাংলা বলার অপরাধে কুপিয়ে খুন করা হল বাংলার শ্রমিককে! নৃশংস ঘটনা বিজেপির মদতপুষ্ট বিশাখাপত্তনমে। নিহত শ্রমিক নদিয়ার তেহট্টের বাসিন্দা। নাম রাজু তালুকদার। প্রায় পাঁচমাস আগে ভাই ও এলাকার কয়েকজনকে নিয়ে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে কাজে যান। মোবাইল চুরির অজুহাত দিয়ে কুপিয়ে খুন করা হয় বাংলার শ্রমিককে। ভিনরাজ্যে বাংলার শ্রমিক নিগ্রহে রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঝড়। এই পরিস্থিতিতে অজুহাত দেখিয়ে বাংলার শ্রমিক খুনে ভাষাসন্ত্রাসের চরমতম রূপ ধরা পড়ল। তৃণমূল কংগ্রেস দলের সোশ্যাল সাইটেও নৃশংস ঘটনার প্রতিবাদে ধিক্কার জানিয়ে পোস্ট করা হয়েছে, এটা শুধু একটা অপরাধ নয়, এটি ভাষাসন্ত্রাসের চরমতম রূপ, যা বিজেপি এবং তাদের জোটসঙ্গীরা নিয়মিত উসকে দিচ্ছে। যখন রাজনীতি মানুষকে আলাদা করে দেয়, তখন সেই বঞ্চনাই তাদের ওপর হিংসা চালানোর অজুহাত হয়ে দাঁড়ায়। আটক, দেশছাড়া করা আর কাগজে-কলমে মুছে দেওয়া এগুলোই ছিল প্রথম ধাপ। আজ দিনের আলোয় বাঙালিদের খুন করা হচ্ছে। এটা রাজনীতির নৈতিকতার ভাঙন।

আরও পড়ুন- পাথরখাদানে ধস, নলহাটিতে মৃত ৬

Latest article