আবার মুম্বই, পারিশ্রমিক চাওয়ায় কান কাটা গেল বাংলার শ্রমিকের

অনুরোধ করা সত্ত্বেও এফআইআর নেয়নি পুলিশ

Must read

প্রতিবেদন : ফের বিজেপি-শাসিত রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকের (Migrant Worker) ওপর হল অকথ্য অত্যাচার। এবার শুধু মারধর করেই ছেড়ে দেওয়া হয়নি, কেটে নেওয়া হয়েছে দুটি কানই! বীরভূমের নলহাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল সিং মুম্বইয়ে কাজে গিয়েছিলেন। সেখানেই কাজের পর হকের টাকা চাওয়ায় মালিকপক্ষ এই ঘৃণ্য কাজ করেছে।

আরও পড়ুন-জগন্নাথধামের চূড়ায় সোলার হ্যালো: বিরল দৃশ্য দেখে আপ্লুত হল বাংলা, সমাজমাধ্যমে পোস্ট মুখ্যমন্ত্রীর

আতঙ্কে মুম্বই ছেড়ে কোনক্রমে বীরভূমের নলহাটির বাড়িতে ফিরে এসেছেন। আপাতত পরিবারের সঙ্গেই রয়েছেন। এই ভয়ংকর অত্যাচারের পর রাহুলের প্রতিজ্ঞা আর কোথাও বাইরে কাজে যাবেন না। সম্প্রতি বীরভূম সফরে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, বাংলার শ্রমিকেরা ভারতবর্ষের যে যেখানেই আছে তারা যেন বাংলায় ফিরে আসে। বাংলা তাদের কাজ দেবে, দুবেলা দুমুঠো অন্ন দেবে, কিন্তু বাংলার শ্রমিক (Migrant Worker) হিসেবে বিজেপি-শাসিত রাজ্যে অত্যাচারিত হওয়ার কোনও প্রয়োজন নেই। বারবার বাংলার মুখ্যমন্ত্রী বিজেপি-শাসিত রাজ্যের বিরুদ্ধে বাংলার উপর অত্যাচারের কথা বলে আসছেন, মুখ্যমন্ত্রীর অভিযোগ যে অসত্য নয় এই অত্যাচারগুলো তার প্রমাণ দিচ্ছে। অনুব্রত মণ্ডল বলেন, চরম অন্যায় হয়েছে। মুম্বইয়ে কাজ করত, নিজের প্রাপ্য টাকা চাইতে গিয়ে যদি এইভাবে একজন শ্রমিকের কান কেটে নেওয়া হয় তা সত্যিই অমানবিক। বাংলার মানুষের উপর এই অত্যাচার নোংরামো বন্ধ হোক। উল্লেখ্য, বিজেপি-শাসিত রাজস্থান, উত্তরপ্রদেশ, হরিয়ানা, মধ্যপ্রদেশ, গুজরাতে লাগাতার বাংলা বিদ্বেষ চলছেই। মুখ্যমন্ত্রীর দেখানো পথে কলকাতা থেকে দিল্লি— আছড়ে পড়েছে আন্দোলনের ঢেউ।

Latest article