ফের বিজেপি রাজ্যে খুন বাংলার শ্রমিক!

Must read

প্রতিবেদন : দুর্ঘটনা না খুন! রহস্য ঘনাচ্ছে পুণেতে বাংলার শ্রমিকের (Bengal Worker) মৃত্যু ঘিরে। অভিযোগ উঠেছে, এটা মোটেই দুর্ঘটনা নয়, আসলে খুন করা হয়েছে বাংলার শ্রমিককে। এই নিয়ে সরব হয়েছে তৃণমূল। শুক্রবার দলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষের প্রশ্ন, তদন্ত হওয়ার আগেই কীভাবে পুণেতে বাংলার শ্রমিকের (Bengal Worker) রহস্যমৃত্যুকে দুর্ঘটনা বলে চালানো হচ্ছে? বাংলার শ্রমিক বলেই কি তাঁর মৃত্যুর প্রকৃত কারণ খুঁজে বের না করে সেটিকে দুর্ঘটনায় মৃত্যু বলে চালানোর চেষ্টা করছে বিজেপি-শাসিত মহারাষ্ট্রের প্রশাসন? এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল। দাবি করেছে যথাযথ তদন্তের। বিজেপির প্রবল বাংলা-বিদ্বেষের যে এটা স্পষ্ট প্রতিফলন তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূল। মৃত ওই শ্রমিকের নাম দীপু দাস (৩৪)। তিনি জলপাইগুড়ি জেলার আমবাড়ি ফালাকাটা অঞ্চলের বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরেই তিনি ভিনরাজ্যে কাজ করছিলেন। সম্প্রতি কাজের সুত্রে তিনি পুণে যান। সেখানকার একটি নির্মাণ প্রকল্পে কর্মরত থাকার সময় মঙ্গলবার দীপুর মৃত্যুর খবর আসে ঠিকাদার সংস্থার তরফ থেকে। সংস্থার দাবি, কাজের সময় ছাদ থেকে পড়ে তিনি মারা যান কিন্তু সংস্থার তরফ থেকে যে ছবি পাঠানো হয়, তা দেখে সন্দেহ হয় পরিবারের মধ্যে। তাঁদের দাবি, মৃতদেহের চিহ্ন ও অবস্থান দেখে মনে হয় না ছাদ থেকে পড়ে এই মৃত্যু। নেপথ্যে অন্য কোনও রহস্য আছে বলে আশঙ্কা করছেন তাঁরা। এই ঘটনা জানার পরেই তৎপর হন স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিধায়ক খগেশ্বর রায়। তিনি বলেন, দীপুর মৃত্যু নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এটা নিছক দুর্ঘটনা না কি এর পেছনে কোনও ষড়যন্ত্র আছে, তা খতিয়ে দেখা দরকার।

আরও পড়ুন- শনি থেকেই রাজ্যে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’, বুথভিত্তিক সমস্যা সমাধানে বরাদ্দ ৮ হাজার কোটি টাকা

Latest article