অসমে হিমন্ত সরকারের তীব্র বাংলা বিদ্বেষ ডি-ভোটার তালিকায় রাখা হল বাঙালিদের

Must read

প্রতিবেদন : অসমের হিমন্ত বিশ্বশর্মার বিজেপি সরকারের তীব্র বাঙালি বিরোধিতা প্রকাশ্যে। একসময় অসমে বাঙালি খেদাও অভিযান হয়েছিল। সেই অভিযানেরই রেপ্লিকা দেখাচ্ছে বিজেপি সরকার। এবার বাঙালিদের ডি-ভোটার (D-voter list) তালিকায় ফেলে দিল অসম সরকার। ডি-ভোটার অর্থাৎ ডাউটফুল ভোটার। যাদের এই ক্যাটাগরিতে ফেলা হয়, তারা মূলত সন্দেহভাজন ভোটার। এই ক্যাটাগরিতে থাকা মানেই ভোটাধিকার হারানো এবং নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে দেওয়া। সবচেয়ে চক্রান্তমূলক যে বিষয়টি তা হল ডি-ভোটারদের (D-voter list) বাড়িতে কোনও নোটিশ পাঠানো হয় না। পাড়ার কোনও দেওয়ালে বা গেটে নোটিশ লাগানো হয়। যদি কারও চোখে না পড়ে তবে সে বা তার পরিবার নাগরিকত্বের সঙ্গে ভোটাধিকারও হারাবে। সেই সঙ্গে স্থান হবে ডিটেনশন ক্যাম্পে। অর্থাৎ অসমে বাঙালিদের বিজেপি সরকারের চক্রান্ত স্পষ্ট। বাংলা এবং বাংলা বিরোধী অভিযান সফল করতেই হিন্দু-বাঙালি-সহ অন্যান্য বাঙালিদের ডি-ভোটারের তালিকায় ফেলা হয়েছে। এর পরবর্তী যে নিশ্চিতভাবে যে ডিটেনশন ক্যাম্প তা বলার অপেক্ষা রাখে না। হিন্দু বাঙালি ভোটারদের বিরুদ্ধে যে মামলাটি ছিল তা প্রত্যাহার না করে হিমন্ত বুঝিয়ে দিয়েছেন, বাঙালিদের বিদেশি তকমা দেওয়াই তাঁর লক্ষ্য। বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড়। প্রতিবাদ সর্বত্র।

আরও পড়ুন- পাটনায় পৌঁছলেন ইউসুফ-ললিতেশ

Latest article