সংবাদদাতা, শিলিগুড়ি : দার্জিলিং জেলায় আসন্ন জি-২০ সম্মেলনের পর্যটন সম্পর্কিত আলোচনায় অন্যতম বিষয়বস্তু হিসাবে চিহ্নিত হয়েছে গ্রিন ট্যুরিজম। সরকারি সূত্রের খবর, এর বাইরে আরও একাধিক বিষয় নিয়ে আলোচনা হলেও আলোচ্যসূচির প্রথমেই রাখা হয়েছে পরিবেশবান্ধব পর্যটন বা গ্রিন ট্যুরিজমকে। পাশাপাশি বাংলার পর্যটন বিশ্ব দরবারের মানচিত্রে উঠে আসার পাশাপাশি বাংলার কৃষ্টিকেও তুলে ধরা হচ্ছে জি-২০ তে। জি-২০ সম্মেলনের সবরকম প্রস্তুতি প্রায় শেষ।
আরও পড়ুন-“মহানায়ক আমাকে বিশেষ স্নেহ করতেন”
আজ শনিবার বেলা ১০.৪৫ মিনিটে বিশেষ বিমানে বাগডোগরা বিমানবন্দরে নামবে জি-২০র বিদেশি প্রতিনিধি দল। ২০টি দেশের প্রতিনিধি ছাড়াও রাজ্যে সরকার ও কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিরাও থাকবেন। শিলিগুড়ির অদূরে নিউ চামটা চা-বাগানের পাশে একটি বিশেষ হোটেলে উঠবেন জি-২০ প্রতিনিধিরা। তিনদিনের জি-২০ সম্মেলন নিয়ে শুক্রবার কেন্দ্রীয় সরকারের পর্যটন দফতরের সচিব অরবিন্দ সিং-সহ রাজ্য সরকারের যুগ্মসচিব টেন্ডুপ নাম গয়াল শেরপা সাংবাদিক সম্মেলন করেন।
আরও পড়ুন-দিনের কবিতা
অরবিন্দ সিং বলেন, বিদেশি প্রতিনিধিদের এখনও ৫৪টি জায়গা চিহ্নিত হয়েছে গোটা দেশে। এখন আমরা উত্তরের চা-বাগান, অ্যাডভেঞ্চার ট্যুরিজমকে লক্ষ্য করে এই অঞ্চলের সম্ভাবনাকে তুলে ধরছি। তিনি আরও বলেন যে উল্লেখযোগ্য ভাবে ২০টি দেশের প্রতিনিধি ছাড়াও ৮টি দেশের ডেপুটি হাই কমিশনার ও কমিশনাররা থাকবেন।
আরও পড়ুন-গিল ধামাকায় হার্দিকদের জয়
তবে বাংলার অ্যাডভেঞ্চার ট্যুরিজমের পাশাপাশি বাংলার জেলাভিত্তিক বিভিন্ন কৃষ্টিকেও তুলে ধরা হচ্ছে বিদেশি প্রতিনিধিদের সামনে। বিশ্ববাংলার সিলমোহর যুক্ত বিভিন্ন কৃষ্টি তুলে ধরা হচ্ছে। এর জন্য বিদেশি প্রতিনিধিদল যেখানে থাকবে সেখানে স্টলের মাধ্যমে সাজিয়ে তোলা হয়েছে।