পর্যটনে স্বপ্নপূরণ বাংলার

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে ইতিমধ্যেই দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে বাংলা।

Must read

প্রতিবেদন : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে ইতিমধ্যেই দেশ-বিদেশের পর্যটন মানচিত্রে নিজের জায়গা করে নিয়েছে বাংলা। তবে এখানেই থেমে নেই রাজ্য সরকার। পর্যটনকে আগামী দিনে আরও শক্তিশালী শিল্প হিসেবে গড়ে তুলতে একগুচ্ছ নতুন প্রকল্প তৈরি রয়েছে বলে জানালেন পর্যটনমন্ত্রী ইন্দ্রনীল সেন।

আরও পড়ুন-ভারোত্তোলনে বিশ্ব রেকর্ড, হাওড়ার কোয়েলকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

বুধবার কলকাতায় মার্চেন্টস চেম্বার অফ কমার্স আয়োজিত ট্যুরিজম কনক্লেভে যোগ দিয়ে ইন্দ্রনীল সেন বলেন, ‘২০১১ সালে মুখ্যমন্ত্রী হওয়ার পরই মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্ন দেখেছিলেন বাংলাকে দেশের শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র করে তোলার। সেই লক্ষ্য পূরণে আমরা অনেকটাই এগিয়েছি। দেশ-বিদেশের পর্যটকদের কাছে বাংলা এখন অন্যতম সেরা গন্তব্য। ২০২৬ সালে সরকার চতুর্থ বারের জন্য ক্ষমতায় ফেরার পর পর্যটনের বিকাশে আরও একাধিক পরিকল্পনা বাস্তবায়িত হবে।’ রাজ্যের স্বরাষ্ট্র ও পর্যটন সচিব নন্দিনী চক্রবর্তী জানান, রাজ্য সরকারের হোম স্টে উৎসাহ নীতির সুযোগ নিয়ে একাধিক পর্যটন কেন্দ্রে বহু হোম স্টে গড়ে উঠেছে। তবে সমীক্ষায় উঠে এসেছে, কিছু ব্যক্তি বা সংস্থা নীতির সুবিধা নিলেও বাস্তবে ব্যবসা শুরু করেনি। তাদের চিহ্নিত করা হয়েছে বলে জানান তিনি। রাজ্য সরকারের দাবি, পর্যটনবান্ধব নীতি এবং ধারাবাহিক পরিকাঠামো উন্নয়নের ফলে গত এক দশকে বাংলার পর্যটন শিল্প অভাবনীয় সাফল্য পেয়েছে। আগামী দিনে সেই সাফল্যের ভিত্তিতেই আরও বিস্তৃত পরিকল্পনা গড়ে তোলার লক্ষ্যে এগোচ্ছে নবান্ন।

Latest article