সংবাদদাতা, বহরমপুর : স্বাধীনতা দিবসের দিন নয় বন্দিকে মুক্তি দিল বহরমপুর কেন্দ্রীয় সংশোধনাগার। মালদা ও মুর্শিদাবাদ জেলার ওই বন্দিদের মুক্তির পর মিষ্টিমুখ করালেন খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যান পালন মন্ত্রী সুব্রত সাহা। মন্ত্রী বললেন, স্বাধীনতা দিবসের দিন সরকার খুব ভাল পদক্ষেপ নিয়েছে। রাজ্যে মোট ৯৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে, তারা যাতে সমাজের মূল স্রোতে ফিরতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এসে সংশোধনাগারের আবাসিকদের মানসিক পরিবর্তনের পাশাপাশি স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নিয়েছে।
আরও পড়ুন-উন্নয়নের প্রশংসায় বিরোধীরা
ফলে মুক্তির পর রুটিরুজি জোগাড় করতে ওদের সমস্যা হবে না। জেল সুপার সুপ্রকাশ রায় বলেন, ‘‘যে নয় আবাসিককে মুক্তি দেওয়া হয়েছে তাদের মধ্যে ছ’জন বৃদ্ধ, তিনজন যুবক। এক যুবক সেলাইয়ের কাজ, একজন প্যারামেডিক্যালের কাজ, আরেকজন অ্যাকাউন্টসের কাজ শিখেছে। ফলে তারা মুক্তি পেয়ে নিজে কিছু করতে পারবে।”