সংবাদদাতা, মুর্শিদাবাদ : প্রচার করতে বহরমপুরে এসে পৌঁছলেন ক্রিকেটার ইউসুফ পাঠান। বৃহস্পতিবার বেলা দেড়টা নাগাদ কলকাতা থেকে গাড়িতে বহরমপুর টেক্সটাইল কলেজ মোড়ে এসে পৌঁছন পাঠান। বহরমপুর লোকসভার তৃণমূল প্রার্থীকে সংবর্ধনা জানাতে তৈরি করা হয়েছিল অস্থায়ী মঞ্চ। মঞ্চে বহরমপুর লোকসভার সমস্ত বিধায়ক ও মুর্শিদাবাদ লোকসভার তৃণমূল প্রার্থী আবু তাহের খান, মুর্শিদাবাদ জেলা পরিষদ সভাধিপতি রুবিয়া সুলতানা ছাড়াও ছিলেন বহরমপুর ও বেলডাঙা পুরসভার চেয়ারম্যানরা।
আরও পড়ুন-নিট-পিজি পরীক্ষা সূচিতে বদল
ছিলেন তৃণমূলের সর্বস্তরের নেতা-কর্মী ও দলের জেলা সভাপতি অপূর্ব সরকার। পাঠানকে নেতা-কর্মীরা ফুলের মালা পরিয়ে বরণ করে নেন। ইউসুফ পাঠান মঞ্চ থেকে উৎসুক জনতার উদ্দেশে কিছু বক্তব্যও পেশ করেন। মঞ্চ থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে করমর্দনও করেন। এরপর বহরমপুর-মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের উত্তরও দেন। জানান, জয়ের ব্যাপারে তিনি পুরোপুরি নিশ্চিত। কারণ মুখ্যমন্ত্রীর উন্নয়ন কর্মযজ্ঞের কারণে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকেই ভোট দেবেন।