প্রয়াত বার্নার্ড হিল (Bernard Hill) । টাইটানিক (Titanic) সিনেমায় ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথ চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। স্নিগ্ধ দৃপ্ত ব্যক্তিত্ব কিছুক্ষনের মধ্যেই সকলের দৃষ্টি আকর্ষণ করেছিল। জানা গিয়েছে, বার্নার্ড হিল ৭৯ বছর বয়সে মারা গিয়েছেন। কিংবদন্তি এই অভিনেতার চলচ্চিত্র, টেলিভিশন এবং থিয়েটারে আলোকময় কেরিয়ার ছিল। স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন টুইটারে বার্নার্ডের মৃত্যুর খবরটি শেয়ার করেন।
আরও পড়ুন-মা ফুল্লরার মাটিতে দাঁড়িয়ে স্মৃতিচারণা, সতীপীঠে গিয়ে মাতৃদর্শনে মুখ্যমন্ত্রী
বার্নার্ড হিলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বারবারা ডিকসন টুইট করে লিখেছেন, ”অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, বার্নার্ড হিলের মৃত্যুর খবর। আমরা জন পল জর্জ রিঙ্গো এবং বার্ট (John, Paul, George, Ringo … and Bert), উইলি রাসেলের এই দুর্দান্ত শো-তে ১৯৭৪-১৯৭- এ একসঙ্গে কাজ করেছি। সত্যিই অসাধারণ একজন অভিনেতা। তার সঙ্গে পথ অতিক্রম করার সৌভাগ্য হয়েছিল। RIP বেনি এক্স #bernardhill।”
আরও পড়ুন-আজ আইসিএসই-র দশম ও দ্বাদশের ফলাফল প্রকাশ
এদিকে অভিনেতার প্রয়ানে শোকবার্তা প্রকাশ করেছেন সিনেমাপ্রেমীরা। বার্নার্ড জেমস ক্যামেরনের টাইটানিক সিনেমায় ব্রিটিশ ক্যাপ্টেন ও নৌ কর্মকর্তা ক্যাপ্টেন এডওয়ার্ড জে স্মিথের ভূমিকায় অভিনয় করেন। নৌকাডুবির সময় তাঁর শান্ত ও সৌম্য চেহারা মন কেড়েছে দর্শকদের। বার্নার্ড এর একাধিক সিনেমা ১১টি একাডেমি পুরস্কার জিতেছে।