সংবাদদাতা, আলিপুরদুয়ার : সরকারি চুক্তিপত্রে (government contract) সই করার পরেও বোনাস দিচ্ছেন না যে সমস্ত চা–বাগানের মালিক তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার। তা আগেই জানিয়ে দিয়েছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে তার আগেই কালচিনির রায়মাটাং চা–বাগান কর্তৃপক্ষ বোনাস–চুক্তির খেলাপ করায় সপ্তমীর দিন বন্ধ বাগান–শ্রমিকরা মালিকের বাড়ি ঘেরাও কর্মসূচি নিলেন।
আরও পড়ুন-পঞ্জিকা মেনেই এখানে হয় পাঁচদিনের পুজো
সকালে তাঁরা ট্রেনে শিলিগুড়ির উদ্দেশে রওনা হন মালিকের বাড়ি ঘেরাও করতে। তৃণমূল চা–বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এই কর্মসূচি নেওয়া হয়েছে। পুজোর মুখে শ্রমিকদের বেতন, বোনাস না দিয়েই রায়মাটাং চা–বাগান বন্ধ করে চলে যায় বাগান কর্তৃপক্ষ।