সেরা সম্মান, আপ্লুত রোনাল্ডো

Must read

লিসবন, ১১ সেপ্টেম্বর : ক্লাব হোক বা আন্তর্জাতিক ফুটবল, চল্লিশেও দাপট দেখিয়ে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী পর্তুগিজ মহাতারকা এবার নিজের দেশের সর্বোচ্চ লিগ পর্তুগিজ প্রিমিরা লিগা ‘লিগা পর্তুগালের তরফে সর্বোচ্চ সম্মান পেলেন। সর্বকালের সেরার পুরস্কার উঠল সিআর সেভেনের হাতে। অনুষ্ঠানে সশরীরে হাজির না থাকলেো রোনাল্ডোর হাতে পৌঁছে গিয়েছে এই সম্মান। ভিডিও বার্তায় সেরার ট্রফি হাতে নিয়ে রোনাল্ডো তাঁর সাফল্যের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন সতীর্থদের।
গোলদাতা হিসেবে সর্বকালীন রেকর্ড পর্তুগিজ মহাতারকার দখলে। ক্লাব ও দেশের জার্সিতে মোট ১২৮৬ ম্যাচে ৯৪৩ গোল করেছেন রোনাল্ডো (Cristiano Ronaldo)। মাত্র ৫৭ গোল দূরে ১০০০ গোলের মাইলফলক থেকে। সর্বকালের সেরার সম্মান হাতে নিয়ে রোনাল্ডো ভিডিও বার্তায় বলেন, সর্বকালের সেরা খেলোয়াড়ের পুরস্কারের জন্য আমি লিগা পর্তুগালকে ধন্যবাদ জানাই। আমার দেশের জন্য এটা বিরাট সম্মান। তবে এর জন্য ধন্যবাদ দিতে চাই আমার সতীর্থ, কোচেদের এবং সেই সমস্ত মানুষকে যারা আমার গোটা কেরিয়ারে সাহায্য এবং সমর্থন করেছে এই দুর্দান্ত ট্রফিটা জেতার জন্য। প্রত্যেককে পাশে পেয়েছিলাম বলেই এই যাত্রাপথে নিজেকে অনুপ্রাণিত করে উন্নতি করতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।
সব ট্রফি জিতলেও এখনও সিআর সেভেনের অধরা বিশ্বকাপ। যেভাবে নিজেকে ফিট রেখে খেলে চলেছেন তাতে বড় কোনও অঘটন না ঘটলে আগামী বছর কেরিয়ারের ষষ্ঠ বিশ্বকাপেও যে তিনি মাঠে নামবেন, ধরেই নেওয়া যায়। লিসবনের অনুষ্ঠানে রোনাল্ডোর সতীর্থ লুইস নানি এবং রিকার্ডো কুয়ারেসমাকে পর্তুগিজ ফুটবলের ‘হল অফ ফেম’-এ অন্তর্ভুক্ত করা হয়।

আরও পড়ুন-ভারত-পাক ম্যাচের পক্ষেই সুপ্রিম কোর্ট

Latest article