মুর্শিদাবাদে তৈরি হচ্ছে উন্নত মানের গমস্টোরেজ, মানুষ সহজে পাবে গম

জানা গিয়েছে, ভারত সরকারের অধীন ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত মানের গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য চলছে জোরকদমে কাজ

Must read

কমল মজুমদার জঙ্গিপুর: সাধারণ মানুষের নিত্যপ্রয়োজনীর দ্রব্যের মধ্যে চালের পাশাপাশি গমের চাহিদাও অনেকটাই। কারণ অনেকেই আটা ও ময়দার জিনিস খেতে পছন্দ করেন। এবার মুর্শিদাবাদে অতিসহজে রেশন ব্যবস্থার মধ্যে দিয়েই মিলবে উন্নত মানের গম। যার কাজ চলছে জেলার সারগাছিতে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার খাদ্যশস্য আধুনিকভাবে সংরক্ষণ ও সরবরাহের জন্য সাইলো প্রকল্পে সারা দেশে আধুনিক প্রযুক্তি নির্ভর গোডাউন তৈরি হচ্ছে। এই প্রকল্পের বিশেষত্ব, রেললাইন পাতা থাকবে গোডাউনের ভিতর পর্যন্ত। খাদ্যশস্য বোঝাই মালগাড়ি এই গোডাউনের ভিতরে ঢুকে গিয়ে আনলোডিং করবে।

আরও পড়ুন-শাহের রাজনৈতিক জীবন নিয়ে বই? এনসিইআরটির বিবেচনায় প্রস্তাব

জেলায় বেলডাঙার সারগাছি এলাকায় এমন একটি প্রকল্প তৈরির জন্য ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া তেলেঙ্গানার একটি ঠিকাদার সংস্থাকে দায়িত্ব দিয়েছে। জানা গিয়েছে, ভারত সরকারের অধীন ফুড ফর অল স্কিমের অন্তর্গত উন্নত মানের গম প্রান্তিক সাধারণ মানুষের কাছে পৌঁছানোর জন্য চলছে জোরকদমে কাজ। এই গমের স্টোরেজ সিস্টেম তৈরি হচ্ছে মুর্শিদাবাদে। বাইরের রাজ্য থেকে আসা উন্নত মানের ৫০ মেট্রিক টন গম সংরক্ষণ করে রাখা যাবে সেখানে। মোট চারটি সাইলো তৈরি করে রাখা যাবে গম। সরাসরি ট্রেনের মধ্যে দিয়েই সেই গম এসে পৌঁছবে সারগাছি। সারগাছি রেল স্টেশনের কাছেই তৈরি হচ্ছে এই উন্নত মানের গম সংরক্ষণ কেন্দ্র। মালগাড়ির মধ্যে দিয়েই গম এসে পৌঁছানোর পর সংরক্ষণ কেন্দ্রে নিয়ে গিয়ে সংরক্ষণ করে রাখা হবে। তারপর সেখান থেকে জেলার বিভিন্ন জায়গায় রাজ্যের রেশন সরবরাহ ব্যবস্থার মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে অতিকম মূল্যে পৌঁছে যাবে। যদিও ৮০ শতাংশ কাজ সম্পন্নের পরেও জমি অধিগ্রহণের কাজ দেরি হচ্ছে বলেই জানান কর্তৃপক্ষ। মুর্শিদাবাদের বুকে এই প্রথম এত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে গম রাখা যাবে। আগামী দিনে এই প্রোজেক্ট বেশ কিছু কর্মসংস্থান হবে বলেও আশাবাদী কর্তৃপক্ষ।

Latest article