বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে ফের ‘গ্র্যামি’ জয় বিয়ন্সের! চর্চা চলছে তাঁর গাউন নিয়েও

Must read

সর্বোচ্চ ৩২ গ্র্যামি (Grammys 2025) জয়ের রেকর্ডটা বিয়ন্সের দখলে আগেই ছিল, এবারও সবচেয়ে বেশি মনোনয়নের রেকর্ডটাও করেছিলেন বিয়ন্সে। এবার ৫০ বছর পর এই প্রথমবার কোনও কৃষ্ণাঙ্গ সঙ্গীতশিল্পী গ্র্যামি জিতলেন বেস্ট কান্ট্রি অ্যালবাম বিভাগে। যাতে বোঝা যাচ্ছে আবারও বিয়ন্সে নয়া ইতিহাস গড়লেন।

আরও পড়ুন- কুম্ভ-ট্র্যাজেডি, অবিলম্বে রাজ্যসভায় আলোচনার দাবিতে নোটিশ তৃণমূলের

গত বছরের ২৯ মার্চ মুক্তি পায় ‘কাউবয় কার্টার’। বিয়ন্সের এটি অষ্টম স্টুডিও অ্যালবাম। এই অ্যালবামে গানে গানে মূলত কৃষ্ণাঙ্গ কাউবয়দের সংস্কৃতি তুলে ধরেছেন বিয়ন্সে। টেক্সাসে লোকসঙ্গীত, রক অ্যান্ড রোল, জ্যাজ, পপসহ বিভিন্ন ধরনের গান শুনেই বড় হয়েছেন বিয়ন্সে। অ্যালবামটিতে শৈশব আর কৈশোরে শোনা সেই সব গানের মূল ভাব ছড়িয়ে দিয়েছেন এই প্রজন্মের শ্রোতাদের কাছে। এবারের গ্র্যামি অ্যাওয়ার্ডে মোট ১১টি বিভাগে মনোনয়ন পেয়েছেন তিনি। ২০২৫ সালের গ্র্যামির (Grammys 2025) মঞ্চে সেরা কান্ট্রি অ্যালবামের শিরোপা পেল বিয়ন্সের কাউবয় কার্টার। অ্যাওয়ার্ড নিয়ে বিয়ন্সে বলেন, “আমি সবাইকে অনুপ্রেরণা জোগাতে চাই যেন নিজের প্যাশন নিয়েই যেন সকলে কাজ করেন।” মাইলি সাইরাসের সঙ্গে জুটি বেঁধে বেস্ট কান্ট্রি ডুও/গ্রুপ পারফরম্যান্সের জন্যও গ্র্যামি জিতেছেন বিয়ন্সে। জোর চর্চা চলছে তাঁর শিমারি গাউন নিয়ে।

জানুয়ারি মাসে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলের কারণে গ্র্যামির আয়োজনই অনিশ্চিত হয়ে পড়েছিল। তবে দাবানলের আঁচ কমেছে, শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই হয়েছে অনুষ্ঠান।

Latest article