কুণাল ঘোষ
মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী
বাংলার মানুষ ‘দুয়ারে সরকার’ দেখেছেন। এবার দেখবেন ‘দুয়ারে শিল্প’। চলতি বছরে বাংলায় আসন্ন শিল্প-বাণিজ্য সম্মেলনের আগে এটাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ট্যাগ লাইন। রাজ্যে লগ্নি টানতে স্পেন সফরে একের পর শিল্প বৈঠক করেছেন। বিদেশের শিল্প মহলকে আশ্বাস দিয়ে বলেছেন, বিনিয়োগের জন্য এখন বাংলাই সেরা। আসুন বিনিয়োগ করুন। সবরকম সহযোগিতা করবে মা-মাটি-মানুষের সরকার। একইসঙ্গে বৃহস্পতিবার জানা গেল, বাংলায় বন্দর তৈরির পরিকাঠামো ও প্রযুক্তিগত সাহায্য করবে দুবাইয়ের সংস্থা। গত ৯ দিনে মাদ্রিদ থেকে বার্সেলোনা, অক্লান্ত ভাবে বাংলাকে তুলে ধরেছেন স্পেনে। এবার দুবাই। আজ, শুক্রবার দুবাইয়ে আরও একটি বড় মাপের শিল্প-সম্মেলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আবারও বলবেন, কেন বাংলা বিনিয়োগের সেরা জায়গা। তার আগে এদিন সকালে বার্সেলোনা থেকে দুবাই পৌঁছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিনভর ব্যস্ত রইলেন শিল্প-সম্মেলনের প্রস্তুতিতে। দুবাইয়ের প্রবাসী ভারতীয় ও বাঙালিরা মুখিয়ে রয়েছেন তাঁদের ‘দিদি’ কী বলেন তা শোনার জন্য।
আরও পড়ুন-সামনের লোকসভাতেই ৩৩% মহিলা প্রার্থী দিয়ে দেখাক বিজেপি, দাবি ডেরেকের
দুয়ারে শিল্প – প্রস্তুতি বৈঠক : হ্যাঁ ঠিকই শুনছেন। ‘দুয়ারে শিল্প’। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনা তেমনই। শুক্রবার দুবাইয়ের শিল্প-সম্মেলনের আগে বৃহস্পতিবার বাংলা থেকে আাসা শিল্প মহল-মুখ্যসচিব সহ আমলাদের নিয়ে প্রস্তুতি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় সকলের সঙ্গে আলোচনার সময় বলেন, বাংলায় বড় শিল্প আসছে, আসবে। কিন্তু ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যাতে বাংলার বাড়ি বাড়ি তার সুফল পৌঁছয়। শিল্পের ছোঁয়া পৌঁছয়। এটা হবে দুয়ারে শিল্প।
আরও পড়ুন-পাইলট সঙ্কট, বাতিল ৬০০ উড়ান, আদালতের দ্বারস্থ আকাসা এয়ার
বন্দর পরিদর্শন ও রিপোর্ট : বৃহস্পতিবার মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর নেতৃত্বে দুবাইয়ের ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ এবং ‘জেবেল আলি বন্দর’ পরিদর্শন করেন একটি প্রতিনিধি দল। আগামিদিনে বাংলায় যেসব বন্দর তৈরি হবে তার প্রযুক্তি ও পরিকাঠামোগত সাহায্য করবে দুবাইয়ের এই কোম্পানি। পরিদর্শন শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একটি রিপোর্টও জমা দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। জানা গিয়েছে, ‘জাফজা ডিপি ওয়ার্ল্ড’ দুবাইয়ের শিল্পক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অঞ্চল থেকে সরাসরি গোটা এশিয়া, ইউরোপ ও আফ্রিকার সঙ্গে বাণিজ্য চলে। আবার ‘জেবেল আলি বন্দর’ দুবাইয়ের গভীর সমুদ্রবন্দর। রাজ্যের তাজপুরকে গভীর সমুদ্রবন্দর হিসেবে গড়ে তুলতে চাইছে নবান্ন। সেদিকে নজর রেখেই আজকের এই বন্দর পরিদর্শন। শুধু তাজপুর নয়, আগামী দিনে বাংলায় বন্দর নির্মাণে সর্বতোভাবে পাশে থাকবে দুবাই।
আরও পড়ুন-পদযাত্রায় মন্ত্রী, হেরিটেজ কৃতিত্ব কারও একার নয়
দুবাইয়ের অভিজ্ঞতায় বাংলায় বন্দর : দুবাইয়ের বন্দর পরিদর্শনের অভিজ্ঞতাকে বাংলায় কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে ইতিমধ্যেই নিজেরা একপ্রস্থ আলোচনা আলোচনা করেছেন মুখ্যসচিব ও তাঁর টিম। শুক্রবার স্পেনের মতোই দুবাইয়ে হবে শিল্প-সম্মেলন। সেখানে অন্যান্য শিল্পসংস্থাগুলির পাশাপাশি লুলু গ্রুপের সঙ্গে বৈঠকে বসতে পারেন মুখ্যমন্ত্রী। লুলু রিটেল ব্যবসায় দুবাইয়ের সিংহভাগ ও আবুধাবি তো বটেই, বিশ্বের নানা প্রান্তে বড় বড় শপিং মল, হোটেল তৈরি করেছে। পাশাপাশি ম্যানুফ্যাকচারিং ইউনিট ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পেও ব্যাপক বিনিয়োগ করে। বাংলায় হোটেল-শপিং মল ছাড়াও বড় আকারের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পতালুক গড়তে প্রাথমিকভাবে আগ্রহী।
প্রবাসী আলাপে মুখ্যমন্ত্রী : শুক্রবার দুবাইয়ের সম্মেলনের পর প্রবাসী ভারতীয়দের সঙ্গেও দেখা করবেন। এমনকী তাঁদের সঙ্গে নৈশভোজেও যোগ দেবেন মুখ্যমন্ত্রী। স্পেনের পর এবার দুবাইয়ের পুঁজিপতিদের বাংলায় লগ্নিতে আগ্রহী করে তোলাই লক্ষ্য মুখ্যমন্ত্রী ও বাংলার প্রতিনিধি দলের।
আরও পড়ুন-
বন্দর উন্নয়নে পাশে দুবাই
* এমএসএমই অর্থাৎ ক্ষুদ্র-মাঝারি শিল্পে জোর। লক্ষ্য বাড়ি বাড়ি শিল্প
* দুবাই বন্দর কর্তৃপক্ষ ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরিতে সাহায্য করবে
* আজ দুবাইয়ে শিল্প-সম্মেলন ঘিরে ব্যাপক উৎসাহ শিল্পপতিদের মধ্যে
* আজ শিল্প-সম্মেলন শেষে প্রবাসী-সম্মেলনেও থাকছেন মুখ্যমন্ত্রী