ইউনেস্কোর স্মৃতি তালিকায় গীতা, ভরতমুনির নাট্যশাস্ত্র

Must read

প্রতিবেদন : শ্রীমদ্ভগবত গীতা ও ভরতমুনির নাট্যশাস্ত্র এবার জায়গা করে নিল ইউনেস্কোর ‘মেমরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার’-এ। নিঃসন্দেহে ভারতীয়দের কাছে এটা গর্বের বিষয়। এই রিপোর্ট প্রকাশ্যে আসার পর রীতিমতো উচ্ছ্বসিত সকলেই। ইউনেস্কোর মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড প্রোগ্রাম বিশ্বের তথ্যচিত্র ঐতিহ্য সংরক্ষণ এবং প্রচারের জন্য ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সাধারণত, যে সমস্ত পুঁথি বা পুস্তক যুগের পর যুগ ধরে সমাজকে প্রভাবিত করছে সেই সমস্ত পুঁথি এই ধরনের সম্মানে স্বীকৃত হওয়ার দাবি রাখে। এবার সেই তালিকায় স্থান করে নিল গীতা এবং বৈদিক যুগে লেখা ভরতমুনির নাট্যশাস্ত্র। এই দুটি গ্রন্থ কেবল সাহিত্যিক সম্পদ নয়, বরং ভারতের দার্শনিক ও নান্দনিক ভিত্তি, যা ভারতীয় বিশ্বদৃষ্টি, চিন্তাধারা, জীবনযাপন এবং প্রকাশের ধরনকে গঠন করেছে। এই স্বীকৃতির মাধ্যমে ভারতের মোট ১৪টি সাংস্কৃতিক ঐতিহ্য এই আন্তর্জাতিক রেজিস্টারে স্থান পেল।

আরও পড়ুন- শুধু বাংলাতেই বারবার আসে কেন কেন্দ্রের দলদাস কমিশন, দায়িত্বজ্ঞানহীন রাজনৈতিক সফরে রাজ্যপালও

Latest article