সংবাদদাতা, নৈহাটি : বিজয়া সম্মিলনীর পর কালীপুজো পেরিয়ে রবিবার পালিত হল ভাইফোঁটার অনুষ্ঠান। সেই উৎসবকেই জনসংযোগের সোপান করলেন নৈহাটির তৃণমূল প্রার্থী সনৎ দে। এদিন সকাল থেকে বিভিন্ন ভাইফোঁটার অনুষ্ঠানে যোগ দেন। নৈহাটি পুর এলাকায় ৮টি গণভাইফোঁটা অনুষ্ঠানে যোগ দিয়ে জনসংযোগ সারেন। নৈহাটির প্রার্থীকে কাছে পেয়ে বোনেরা উচ্ছ্বসিত। ভাইফোঁটার মাধ্যমে তাঁরা সনতের জয়ে আগাম সিলমোহর দিয়ে দেন।
আরও পড়ুন-মমতাময় উদ্যোগের স্বীকৃতি, বাংলা ভাষার ধ্রুপদী গৌরব
তবে শুধু গণভাইফোঁটায় যোগ দিয়েই এদিন ক্ষান্ত হননি প্রার্থী। ভাইফোঁটার পর্ব মিটিয়ে এদিন বিকেলেই নৈহাটির মাঝিপাড়া-নাগদা এলাকায় বাড়ি বাড়ি প্রচারে বেরিয়ে পড়েন সনৎ। তাঁর এই ডোর টু ডোর প্রচারে মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তিনি সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। কথা বলেন, মহিলা ও বয়োজ্যেষ্ঠদের সঙ্গেও। জানতে চান তাঁদের সমস্যার কথা, সমাধানের আশ্বাসও দেন প্রার্থী। তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে বেজায় খুশি এলাকার মানুষ। এদিন সনৎ দে জানান, তিনি বাড়ি বাড়ি প্রচারেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে কর্মিসভাও চলছে। এখনও সাতদিন বাকি প্রচার শেষ হওয়ার। এরপর জনসভাও হবে। এলাকায় রোড শো করারও পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…