প্রতিবেদন : প্রতি বছরের মতো এবছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের (Mamata Banerjee) বাড়িতে হল ভাইফোঁটার অনুষ্ঠান। ফোঁটা নিয়েছেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি, সাংসদ ডেরেক ও’ব্রায়েন, মন্ত্রী অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, জাভেদ খান, সমীর চক্রবর্তী, রাজীব বন্দ্যোপাধ্যায়, শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় সহ আরও দু’-একজন। দিদির কাছে ফোঁটা ও আশীর্বাদ পেয়ে খুশি সকলেই।
আরও পড়ুন-এনকাউন্টারে নিকেশ ৪
শুধুই ফোঁটা নয়, ভাইয়েরা দিদির কাছ থেকে উপহারও পেয়েছেন। সঙ্গে মিষ্টিমুখ। ফোঁটা নিয়ে বেরিয়ে এনকেডিএ-র চেয়ারম্যান শোভন চট্টোপাধ্যায় সাংবাদিকদের বলেন, আজকের দিনে দিদির আশীর্বাদ পাওয়াটাই বড় কথা। প্রতি বছর এই দিনটায় আসি। নয়া প্রশাসনিক পদ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ১৯৮৫ সালে কাউন্সিলর হওয়া থেকে শুরু করে ২০২৫ সালে এনকেডিএ-র চেয়ারম্যান—মমতা বন্দ্যোপাধ্যায় যখন যে দায়িত্ব দিয়েছেন, আমার সবটুকু দিয়ে সেই দায়িত্ব পালনের চেষ্টা করেছি। (এবারও তার ব্যতিক্রম হবে না। রাজীব বন্দ্যোপাধ্যায় বলেন, দিদির কাছে ফোঁটা পেলাম—উপহার পেলাম। আগামী দিনে কঠিন লড়াই। এই লড়াইয়ে আমরা সকলেই দিদির পাশে আছি। তবে আজ উৎসবের দিনে তো কোনও রাজনীতির কথা হয়নি, আগামী দিনে পথচলার উৎসাহ দিয়েছেন আমাদের নেত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।