বঙ্গ

পর্যটনের নয়া দিশা হতে চলেছে ভৈরবী মন্দির

অপরাজিতা জোয়ারদার, রায়গঞ্জ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যের ধর্মীয়স্থানগুলিকে ঘিরে তৈরি হয়েছে বহু পর্যটনকেন্দ্র। পর্যটক টানতে রাজ্যের উদ্যোগে আবারও সেজে উঠতে চলেছে উত্তরবঙ্গের একটি অন্যতম প্রাচীন মন্দির উত্তর দিনাজপুরের বিন্দোলে অবস্থিত ভৈরবী মন্দির। ইতিমধ্যেই মন্দির সংস্কারের জন্য পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য। সংস্কারের জন্য অর্থ বরাদ্দ খুব শীঘ্রই হয়ে যাবে বলে জানা গেছে প্রশাসন সুত্রে। এতে খুশি জেলাবাসী। জানা যায়, মন্দিরের মুর্তিটি দশম শতকের তৈরি। এটি মার্তন্ড ভৈরবের। এই মন্দিরের বৈশিষ্ট টেরাকোটার কারুকার্য দেওয়াল। এই মন্দিরটির বয়স ঐতিহাসিকদের মতে প্রায় ৫০০ বছর। এই ধরনের মূর্তি খুব বিরল।

আরও পড়ুন-ইডেন জুড়ে জয়ধ্বনি, কার্যত বিদায় নাইটদের

রায়গঞ্জ থেকে ২৬ কিলোমিটার দূরে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম বিন্দোল। কাঞ্চননদীর ধারেই অবস্থিত বিন্দোলের ভৈরবী মন্দির। রায়গঞ্জ শহর থেকে ছাব্বিশ কিলোমিটার দূরে বিন্দোলে লুপ্তপ্রায় কাঞ্চন নদীর তীরে এই মন্দির অবস্থিত। সুলতানী আমলে বিন্দোল ভাতুরিয়ার জমিদার গণেশনারায়ণের অধীনে ছিল। জমিদার গণেশনারায়ণ শিবভক্ত ছিলেন। তাঁর উদ্যোগে বিন্দোলে ভৈরবী মন্দির প্রতিষ্ঠিত হয়। এই মন্দির ইট, চুন ও সুরকি দিয়ে গড়ে ওঠে। তার দেওয়ালের পোড়ামাটির কারুকার্যখচিত। মন্দিরের পশ্চিম দেওয়ালে চিরাগ এবং গম্বুজাকৃতি ছাদ দেখে মনে হয় এসব মুসলিম স্থাপত্য। মন্দিরে উত্তর পূর্ব কোণে একটি সুড়ঙ্গ আছে। একদা পুজোর সময় ঐ সুড়ঙ্গের মধ্যে ফুল বেলপাতা ফেলা হত। আর মন্দির থেকে ৪০০ মিটার দূরে তালদীঘিতে গিয়ে সেই ফুল বেলপাতা ভেসে উঠত। এই মন্দিরে একটি কালো পাথরের মার্তণ্ড ভৈরবের মূর্তি প্রতিষ্ঠিত আছে। সুর্যরথ ও ঘোটকসমূহ তার বাহন। মূর্তিটির উচ্চতা সাড়ে তিন ফুট। মন্দিরের এই মূর্তির দশভুজ ছিল। ধর্মীয় বিদ্বেষবশত তা কোট দেওয়া হয়। শুধু হাত নয়, তার মাঝের অংশটি ভেঙে ফেলা হয়। মূর্তিটি রথে প্রস্ফুটিত পদ্মের উপর ললিতাসনে উপবিষ্ট আছে। বেদীতে সাতটি অশ্ব খোদিত আছে। সেখানে আছে আরও দুটি নারীমূর্তি। সম্ভবত এরা হলেন ঊষা ও প্রত্যুষা। এই মূর্তিটি এলব্য মার্তণ্ড ভৈরবের মূর্তি বলে পরিচিত। এক পরম সাধিকা এই ভৈরবের পুজো দিতেন। এই কারণে মন্দিরের নাম হয় ভৈরবী মন্দির। ভক্তদের বিপদ আপদের কথা এই সাধিকা পূর্বেই জানিয়ে দিতেন বলে প্রচলিত রয়েছে। প্রতিদিন দূর দূরান্তের বহু মানুষ এই মন্দিরে পুজো দিতে আসতেন। রাজ্য হেরিটেজ কমিশনের তত্ত্বাবধানে এই মন্দির সংস্কার করা হয়। এবারে ফের এই ঐতিহ্যবাহী মন্দির সংস্কার হতে চলেছে।

Jago Bangla

Recent Posts

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্য, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী

রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…

29 minutes ago

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

3 hours ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

6 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

6 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

6 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

7 hours ago