ভাঙড় প্রেস ক্লাবের সম্প্রীতি উৎসব

সকাল থেকে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। ভাঙড়ের বাইরেও অন্যান্য জায়গায় কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Must read

প্রতিবেদন : সম্প্রীতির বার্তা দিয়ে দ্বিতীয় বছরও সাড়ম্বরে পালিত হল ভাঙড় প্রেস ক্লাবের সম্প্রীতি উৎসব। রবিবার ভাঙড় কলেজ মাঠে এই উৎসবের মঞ্চ থেকে এলাকার সেরা পুজো কমিটি ও ইদগাহ কমিটিগুলিকে পুরস্কৃত করা হয় তাদের সম্প্রীতির বার্তার জন্য। একইসঙ্গে সমাজসেবায় ব্রতী এমন দশটি ক্লাব ও এলাকার মেধাবী ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়।

আরও পড়ুন-বাংলায় এবার শিল্পে সমৃদ্ধি বাংলায় এবার কর্মবৃদ্ধি

অনুষ্ঠানের উদ্বোধন করেন ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা। উপস্থিত ছিলেন ভাঙড়ের ডেপুটি কমিশনার সৈকত ঘোষ, নদিয়ার ডিএমডিসি সৌগত পাত্র, ভাঙড় ২ ব্লকের বিডিও পার্থ বন্দ্যোপাধ‍্যায়, উত্তর কাশীপুরের ওসি অমিত চট্টোপাধ্যায়, পোলেরহাটের ওসি সারফারাজ, ভাঙড়ের ওসি অমিতকুমার ঠাকুর, ওসি ট্রাফিক মিদ্দা ইমামুদ্দিন, চন্দনেশ্বরের ওসি অতনু মজুমদার, ওসি কেএলসি দীপঙ্কর বিশ্বাস-সহ অন্যরা। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি রক্তদান শিবির, কম্বল বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা, স্বাস্থ্য শিবির, চক্ষু পরীক্ষা শিবির এবং বাৎসরিক পত্রিকা ‘উত্তরণ’ প্রকাশিত হয়। সকাল থেকে রাত পর্যন্ত চলে এই অনুষ্ঠান। ভাঙড়ের বাইরেও অন্যান্য জায়গায় কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Latest article