প্রতিবেদন : দ্বিতীয়বার গুজরাতের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন ভূপেন্দ্র প্যাটেল। ১২ ডিসেম্বর সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে পারেন তিনি। শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতারা। এই নিয়ে ৭ বার গুজরাতে সরকার গড়তে চলেছে বিজেপি।
আরও পড়ুন-রাজ্যপালকে আচার্য পদ থেকে সরাতে বিল পেশ
ঘাটলোড়িয়া আসন থেকে বড় ব্যবধানে জিতেছেন পাটিদার সমাজের নেতা ভূপেন্দ্র। মোদির রাজ্যে বিজেপি জয়ী হলেও তাদের বিরুদ্ধে ভোটারদের ভয় দেখানো, বুথ জ্যাম করা, এমনকী, অর্থ খরচ করে ভোট কেনার অভিযোগ উঠেছে। কংগ্রেস-সহ বিরোধীদের অভিযোগ, বিজেপির অর্থ খরচের কাছে তারা পেরে উঠতে পারেনি। সে কারণেই এই পরাজয়। মোদি ভোট দিতে এসেও রোড শো করে প্রচার চালিয়েছেন। অভিযোগ জানানোর পরেও চোখ বুজে ছিল নির্বাচন কমিশন। নির্বাচনকে কার্যত প্রহসনে পরিণত করেছে বিজেপি ও তার দোসর নির্বাচন কমিশন।