প্রতিবেদন : এলাহি আয়োজন। বিশেষ করে একান্নবর্তী পরিবারে। শামিয়ানার নিচে ঠাকুর-হালুইকরের রাতজাগা ব্যস্ততা। বসতো ভিয়েনও। তারপরে পদ্মকাটা কাঁসার বাসনে পঞ্চব্যঞ্জনে জামাই-আপ্যায়নের পালা। তালপাতার পাখার হাওয়ায় জামাই আদর। আর একে কেন্দ্র করেই জ্ঞাতিদের নিয়ে ফ্যামিলি গেট টুগেদার। সেই দিন আজ আর নেই। তার জায়গা নিয়েছে অত্যাধুনিক হোটেল রেস্তোরাঁয় টেবিল বুকিং কিংবা সময়ের দাবি মেনে অনলাইন ফুড ডেলিভারি বাড়িতে কিংবা ফ্ল্যাটেই।
আরও পড়ুন-জিএসটির ক্ষতিপূরণের মেয়াদ বৃদ্ধির দাবি রাজ্যের, বকেয়া ২৭ হাজার কোটি
কিন্তু এইসব আয়োজনকেই এবারে টেক্কা দিচ্ছে রাজ্যের পঞ্চায়েত দফতর। সামনের রবিবার জামাইষষ্ঠীর দিন চাইলে জিভে জল আনা মেনু বাড়িতেই পাঠিয়ে দেবে পঞ্চায়েত দফতর। মাত্র ৫০০ টাকায়। শুধু অর্ডারটা দিতে হবে অনলাইনে। শ্বশুর-শাশুড়ি একেবারে নিশ্চিন্ত। কষ্ট করে বাজার করার বালাই নেই, রান্নাবান্নার ঝক্কি নেই। শুধুই মেয়ে-জামাই-নাতি-নাতনির সঙ্গে আড্ডা। ৫০০ টাকায় একরকম নয়, দু’রকম থালা। জানা গিয়েছে, একটি থালায় থাকছে কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, ইলিশ পাতুরি, ঝাড়গ্রামের বনমুরগির মাংস, আনারসের চাটনি, শক্তিগড়ের ল্যাংচা। অন্য থালায় থাকবে কড়াইশুঁটি দেওয়া গন্ধরাজ ভাত, গলদা চিংড়ির মালাইকারি, ঝাড়গ্রামের পাঁঠার মাংস, আনারসের চাটনি এবং শক্তিগড়ের ল্যাংচা।
আরও পড়ুন-ভারতীয় দল
কলকাতা পুর এলাকায় তো বটেই বিধাননগর, উত্তর দমদম, দক্ষিণ দমদম এবং বরানগর পুরসভা এলাকায় এই মেনু পৌঁছে দেবে পঞ্চায়েত দফতরের ‘ওয়েস্ট বেঙ্গল কমপ্রিহেনসিভ এরিয়া ডেভেলপমেন্ট কর্পোরেশন।’
খাবারের অর্ডার দেওয়া যাবে শুক্রবার অবধি। অর্ডার বাতিল করলে ডেলিভারির ২৪ ঘন্টা আগে হোয়াটসঅ্যাপ করতে হবে। অর্ডার দেওয়া যেতে পারে এই নম্বরে : ৮২৪০৬-২২৩৪৬ এবং ৯৭৩৪৩-৯৯৯১৫ কিংবা ৮১৭০৮-৮৭৭৯৪। ক্যাশ অন ডেলিভারির ব্যবস্থাও থাকছে।