আগামী বছর প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ভারতে আসছেন না মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন। সময় বের করা যাচ্ছে না বলেই জানিয়েছেন তিনি। এখনও বিষয়টি নিয়ে ভারত এবং আমেরিকার তরফে সরকারিভাবে কোনও কিছুই বলা হয় নি। গত সেপ্টেম্বর মার্কিন অ্যাম্বাসাডর এরিক গারসেট্টি এই বিষয়ে জানিয়েছিলেন প্রজাতন্ত্র দিবস উপলক্ষে প্রধান অতিথি হিসেবে বাইডেনকে আমন্ত্রণ জানিয়েছে নরেন্দ্র মোদী সরকার। সেই আমন্ত্রণ গ্রহণের বিষয়েও যদিও সরকারিভাবে ওয়াশিংটনের তরফে কিছু জানানো হয়নি।
আরও পড়ুন-২০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর
প্রজাতন্ত্র দিবসের পরেরদিন অর্থাৎ আগামী ২৭ জানুয়ারি ভারত একটি কোয়াড বৈঠক করার পরিকল্পনা করেছিল। সেটাও আপাতত পিছিয়ে যাচ্ছে। কোয়াড গোষ্ঠীর চারটি দেশের (ভারত, জাপান, অস্ট্রেলিয়া ও আমেরিকা) সময়সূচি মিলছে না বলেই খবর। জানুয়ারির পরে কোয়াডের বৈঠক করার প্রস্তাব দেওয়া হয়েছে। সূত্রের খবর, কোয়াডের বৈঠক কবে হবে, ভারত দিনক্ষণ ঠিক করবে। জাপান, অস্ট্রেলিয়া এবং আমেরিকার সঙ্গে আলোচনা করেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন-প্রথমবার বিধায়ক, পরের ধাপেই রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা
ভারত সরকারের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। মার্চ-এপ্রিল থেকে মে পর্যন্ত ভারতে লোকসভা নির্বাচন। এই অবস্থায় কোয়াড বৈঠক কবে হবে, সেটা ঠিক করতে বেশ কিছুটা সময় লাগবে এমনই জানিয়েছে সংশ্লিষ্ট দফতর।