প্রতিবেদন : ইজরায়েল গাজা (Gaza- Joe Biden) দখলের চেষ্টা করলে তা ‘বড় ভুল’ হবে বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হামাস-ইজরায়েল যুদ্ধের আবহে এই প্রথম কোনও ইজরায়েলি পদক্ষেপের বিরোধিতা করল আমেরিকা। পাশাপাশি হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, ইজরায়েলের পাশে দাঁড়ানোর বার্তা নিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই সেদেশে যেতে পারেন বাইডেন (Gaza- Joe Biden)। যদিও তাঁর সফরসূচি চূড়ান্ত হয়নি।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইজরায়েলের গাজায় হামলা চালানোর পরিকল্পনা প্রসঙ্গে বাইডেন বলেন, আমি মনে করি এটা একটা বড় ভুল। হামাস সমস্ত প্যালেস্টাইনির প্রতিনিধিত্ব করছে না। গাজার সব মানুষ হামাসকে সমর্থনও করেন না। তাই আমি মনে করি, ইজরায়েল যদি ফের গাজাকে দখল করার চেষ্টা করে, তবে সেটা বড় ভুল কাজ হবে। উল্লেখ্য, রবিবার দুপুরেই ইজরায়েলি সেনার বেঁধে দেওয়া তিন ঘণ্টার সময়সীমা শেষ হয়েছে। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, গাজায় স্থলপথ ধরে ‘অপারেশন’ শুরু করতে প্রশাসনের সম্মতির অপেক্ষায় তারা।
আরও পড়ুন- গাজায় মৃতদেহের পাহাড়, আইসক্রিম ট্রাকই এখন হয়ে উঠেছে চলমান মর্গ