আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলে স্বাক্ষর করলেন বাইডেন

চলতি পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলটি প্রেসিডেন্টের অনুমোদন পাওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Must read

প্রতিবেদন : বন্দুকবাজদের হামলায় জেরবার আমেরিকা। চলতি বছরের প্রথম ছয় মাসে ২০০টিরও বেশি হামলায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ। তাই অস্ত্র আইনে বদল আনা হল। বৃহস্পতিবারই আমেরিকার সেনেটে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিল পাশ হয়েছিল। একদিন পর শুক্রবার হাউস অফ রিপ্রেজেন্টেটিভও বিলটি অনুমোদন করে। এবার সেই বিলে সই করলেন দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। যার ফলে বিলটি আইনে পরিণত হল। তৈরি হল এক ঐতিহাসিক মুহূর্ত।

আরও পড়ুন-সন্ন্যাসীর কেলেঙ্কারি

সম্প্রতি বারবার বন্দুকবাজদের হানায় আক্রান্ত হয়েছে আমেরিকা। এলোপাথাড়ি গুলির শিকার হয়েছেন বহু নিরীহ মানুষ। এমনকী, স্কুলের শিশুরাও রেহাই পায়নি বন্দুকবাজদের হাত থেকে। বাইডেনের কড়া হুঁশিয়ারিতেও কোনও কাজ হয়নি। চলতি পরিস্থিতিতে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ বিলটি প্রেসিডেন্টের অনুমোদন পাওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ইউরোপে গুরুত্বপূর্ণ জি-৭ গোষ্ঠীর বৈঠকে যোগ দিতে যাওয়ার আগেই বিলটি সই করেন বাইডেন। বিল সই করে তিনি জানান, হিংসা বন্ধ করতে আমি যা যা করতে চেয়েছিলাম তার সবটা এই আইনে নেই। তবে আমি দীর্ঘদিন ধরে যে সব কথা বলে আসছি তার অনেকগুলিই আছে। এই বিল আইনে পরিণত হওয়ায় অনেক জীবন বাঁচাবে। তাই আজকের দিনটি আমাদের কাছে এক ঐতিহাসিক দিন।

আরও পড়ুন-সরকার বাঁচাতে আসরে উদ্ধব-পত্নী রশ্মিও

উল্লেখ্য, পুরনো নিয়মে ১৮ বছর বয়স হলেই বন্দুক কিনতে পারতেন আমেরিকার যে কোনও মানুষ। সেই নিয়ম বদলানোর জন্য গত কয়েক সপ্তাহ ধরে রাস্তায় নেমে ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন আমেরিকার বাসিন্দারা। শেষ পর্যন্ত আইন বদল হওয়ায় আমেরিকাবাসীদের সেই প্রত্যাশা পূরণ হল।

Latest article