বিধানসভার অধিবেশন (Bidhansabha) নিয়ে জট কাটল অবশেষে। ২৪ জুলাই থেকেই শুরু হচ্ছে বিধানসভার বাদল (Monsoon session) অধিবেশন। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্য়ায় ও রাজ্যের পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ে সঙ্গে এই বিষয়ে কথা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোসের। অন্যদিকে ২৪ জুলাই মন্ত্রিসভার বৈঠক রয়েছে। মন্ত্রিসভার বৈঠক নবান্নে হতে চলেছে বলে খবর।
আরও পড়ুন-প্রয়াত চার্লি চ্যাপলিন কন্যা জোসেফিন
জানা গিয়েছে, গতকাল একুশে জুলাইয়ের মঞ্চে বিমান বন্দ্যোপাধ্য়ায় ও শোভনদেব চট্টোপাধ্যায়ের মধ্যে এই প্রসঙ্গে কথা হয়েছে। শোভনদেবকে স্পিকার এদিন জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে তাঁর কথা হয়েছে। তারপর রাজ্যপালের সঙ্গে বেশ কিছুক্ষন কথা হয় পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের।
আরও পড়ুন-আতঙ্কের কারণ ‘সুপারবাগ’, পদক্ষেপ স্বাস্থ্য দফতরের
পরিষদীয় মন্ত্রী রাজ্যপালকে জানিয়েছেন এবারের বিধানসভা অধিবেশনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে। রাজ্য সরকারের এই নিয়ে ব্যস্ততা সেই কারণেই। পরিষদীয় মন্ত্রীর থেকে সেই কথা শোনার পর রাজ্যপাল অধিবেশনের জন্য সমনে সই করেন। আজ, শনিবার দুপুরে রাজ্যপালের সেই সমন বিধানসভাতে এসে পৌঁছেছে। অতএব, আগামী সোমবার থেকে বিধানসভার অধিবেশন শুরু হওয়ার ক্ষেত্রে কোনও জটিলতা থাকছে না।