প্রতিবেদন : রবিবার ছিল সংবিধান দিবস। ১৯৪৯ সালের ২৬ নভেম্বর ভারতীয় সংবিধান গণপরিষদে গৃহীত হওয়ার স্মরণে প্রতিবছর দিনটি পালন করা হয়। রবিবার ও সোমবার ছুটির দিন হওয়ায় সংবিধান দিবস উপলক্ষে মঙ্গলবার রাজ্য বিধানসভায় একটি প্রস্তাব আনা হচ্ছে।
আরও পড়ুন-গ্রামে শিক্ষকতা, সমস্যা মেটাতে বৈঠকে শিক্ষামন্ত্রী
রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দেশে নানাভাবে সংবিধান লঙ্ঘনের ঘটনা ঘটছে। সেই প্রবণতা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দু’ঘণ্টা বিধানসভায় ওই প্রস্তাবের ওপর আলোচনা হবে। শাসক ও বিরোধী দলের একাধিক সদস্য আলোচনায় অংশ নেবেন। ২৯ তারিখে বিধায়কদের বেতনবৃদ্ধি নিয়ে বিল পেশ করা হবে বিধানসভায়। তা নিয়েও আলোচনা হবে। ৩০ নভেম্বর মন্ত্রীদের বেতনবৃদ্ধি নিয়ে আলোচনা হবে। তবে ৩০ তারিখের পরও বিধানসভার অধিবেশন চলবে কি না, সে-বিষয়ে আগামী বুধবার বিধানসভার কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।