সোমবার থেকে ফের বিধানসভা

শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধানসভার ১৩ তারিখ পর্যন্ত অধিবেশনের দিন স্থির হয়েছে

Must read

প্রতিবেদন : আগামী সোমবার থেকে রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হতে চলেছে। ২০২৩-২৪ আর্থিক বছরের জন্য বিভিন্ন দফতরের দফাওয়ারি বাজেট বরাদ্দ নিয়ে ৯ তারিখ থেকে আলোচনা শুরু হবে। শুক্রবার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধানসভায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে বিধানসভার ১৩ তারিখ পর্যন্ত অধিবেশনের দিন স্থির হয়েছে।

আরও পড়ুন-ত্রিপুরায় ফের সন্ত্রাস, এখন মানবাধিকার কমিশন কোথায়?

ওই সময়ে ৬টি দফতরের দফাওয়ারি বাজেট প্রস্তাবের উপর আলোচনা হবে। সরকার পক্ষের আনা তিনটি বিলের উপরেও আলোচনা হবে বলেও বৈঠকে স্থির হয়েছে। এদিকে স্পিকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব এবং স্পিকারের পাশে দাঁড়িয়ে তাঁর প্রতি শাসকদলের আনা আস্থা প্রস্তাব এই দুই নিয়ে আসন্ন অধিবেশনে সরগরম হতে চলেছে। বিধানসভার পরবর্তী কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে, আদৌ বিরোধীদের অনাস্থা প্রস্তাব নিয়ে বিধানসভায় আলোচনা হবে কি না। এজন্য আইনি দিক খতিয়ে দেখা হবে।

Latest article