বিগ-বি এবার ঝাঁসির ভোটার তালিকায়!

অবাক কাণ্ড! এসআইআর-বিভ্রাটের শিকার বিগ-বি অমিতাভ বচ্চনও। প্রতিবারই তাঁকে ভোট দিতে দেখা যায় মুম্বইয়ের জুহুতে।

Must read

লখনউ: অবাক কাণ্ড! এসআইআর-বিভ্রাটের শিকার বিগ-বি অমিতাভ বচ্চনও। প্রতিবারই তাঁকে ভোট দিতে দেখা যায় মুম্বইয়ের জুহুতে। অথচ আশ্চর্যের বিষয়, বিশেষ নিবিড় সংশোধনের সময় নাকি দেখা গেছে, অমিতাভ বচ্চন উত্তরপ্রদেশের ঝাঁসির বাসিন্দা। শুধু তিনি নন, তাঁর বাবার নামও রয়েছে ঝাঁসির ভোটার তালিকায়। এসআইআর বলছে, ২০০৩ সালের ভোটার তালিকায় রয়েছে অমিতাভর নাম।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর উদ্যোগে নতুন রূপে বিদ্যাসাগর সদন

সেই তালিকাতেই রয়েছে তাঁর বাবা হরিবংশ রাই বচ্চনের নাম। ঝাঁসির ওর্চা গেট এলাকার বাসিন্দা হিসেবে দেখানো হয়েছে তাঁদের। কিন্তু যে ৫৪ নম্বর বাড়ির কথা বলা হয়েছে তাঁদের ঠিকানা হিসেবে, দেখা যাচ্ছে ওই ঠিকানায় এখন কোনও বাড়িরই অস্তিত্ব নেই। সেখানে রয়েছে একটি মন্দির। আরও আশ্চর্যের বিষয়, ওই একই ঠিকানায় রয়েছে আরও এক পিতা-পুত্রের নাম। পুরো ঘটনাটা জানাজানি হওয়ার পরে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে ওই এলাকায়। বাসিন্দারা জানিয়েছেন, এলাকায় কোনওদিনই আসেননি বিগ-বি।

Latest article