নয়াদিল্লি, ১১ অগাস্ট : পিঠের চোটের জন্য এশিয়া কাপে বিশ্রাম দেওয়া হয়েছে জসপ্রীত বুমরাকে (Jasprit Bumrah- Mohammed Shami)। কিন্তু জাতীয় দলের সেরা পেসারের চোট রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে বিসিসিআইকে। এদিকে অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ বিশ্বকাপ। তার মধ্যে যদি বুমরা একান্তই ফিট হয়ে উঠতে না পারেন, তাহলে বিকল্প হিসেবে মহম্মদ শামির নাম গুরুত্ব দিয়ে ভাবা হচ্ছে।
দীর্ঘদিন ধরেই পিঠের সমস্যা ভোগাচ্ছে বুমরাকে (Jasprit Bumrah- Mohammed Shami)। ২০১৯ সালে এই চোটের জন্য বেশ কয়েক মাস ক্রিকেটের বাইরে ছিলেন তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তার বক্তব্য, ‘‘বুমরার চোটের দিকে আমাদের নজর রয়েছে। ও দলের এক নম্বর বোলার। খুব দ্রুত জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাব শুরু করবে। ওকে ফিট করে তোলার জন্য সেরা চিকিৎসার ব্যবস্থা করা হবে। সমস্যা হল, বুমরার চোটটা পুরনো। তাই পুরোপুরি ফিট হয়ে উঠতে ওর কিছুটা সময় লাগতে পারে। এদিকে, মাত্র দু’মাস পরেই টি-২০ বিশ্বকাপ।’’
আরও পড়ুন: সোনা জিতেই সিন্ধু ফের চ্যালেঞ্জের মুখে
বুমরা একা নন, চোট রয়েছে টি-২০ ফরম্যাটের আরেক নির্ভরযোগ্য পেসার হর্ষল প্যাটেলেরও। বিশ্বকাপের আগে হর্ষলের ফিট হয়ে ওঠা নিয়ে রীতিমতো ধোঁয়াশা রয়েছে। ফলে প্ল্যান বি তৈরি রাখছে বোর্ড। আর এখানেই জোরালোভাবে উঠে আসছে শামির নাম। টিম ম্যানেজমেন্টের বিশ্বকাপ পরিকল্পনায় এখনও পর্যন্ত শামির নাম নেই। কিন্তু অস্ট্রেলিয়ার পিচে শামির অতীত পারফরম্যান্স ফের একবার বাংলার পেসারের নাম ভাবতে বাধ্য করছে বিসিসিআইকে। ওই বোর্ড কর্তা বক্তব্য, ‘‘দেখুন শামিরও বয়স বাড়ছে। তাই ওকে টি-২০ ফরম্যাটে বিশ্রাম দেওয়ার কথা ভাবা হয়েছে। কিন্তু একান্তই যদি বুমরা এবং হর্ষল বিশ্বকাপের আগে ফিট হয়ে উঠতে না পারে, সেক্ষেত্রে শামি আদর্শ বিকল্প হতে পারে। অস্ট্রেলিয়ার পিচে ও দলের সম্পদ হয়ে উঠতে পারে।’’
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…